জামালগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামালগঞ্জ উপজেলার হেলিপ্যাড প্লে গ্রাউন্ড মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আয়াতুল্লাহ বেহেস্থি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনবেইসের সহকারী প্রোগ্রামার মো. রবিউল ইসলাম।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জামালগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগীরা অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলার নানা ইভেন্টে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে স¤পন্ন করতে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ