দোয়ারাবাজার প্রতিনিধি ::
সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, উত্তর সুরমার সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। এই জনপদের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের দুঃখ-দুর্দশার কথা জাতীয় সংসদে তুলে ধরতে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী ছাতক উপজেলার লক্ষ্মীবাউর এবং দোয়ারাবাজার উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা চলাকালে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, ছাতক ও দোয়ারাবাজারের একটি বিশাল অংশ নদী ভাঙন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের অভাবে ধুঁকছে। তিনি বলেন, আপনারা আমাকে একবার সুযোগ দিলে আমি এই অঞ্চলের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে কাজ করব। মানুষের ভাগ্য পরিবর্তনে লাঙ্গল প্রতীকই এখন একমাত্র ভরসা। দোয়ারাবাজার উপজেলা সদরে গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, এলাকার শিল্পকারখানা ও খনিজ স¤পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে স্থানীয় তরুণদের কর্মসংস্থান তৈরি করা তাঁর অন্যতম লক্ষ্য। তিনি স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণসংযোগকালে দোয়ারাবাজার উপজেলা জাপার সাধারণ স¤পাদক হাবীবুল্লাহ হেলালী, সাংগঠনিক স¤পাদক নূর হোসেন মো. আব্দুল্লাহ, ইউপি সদস্য মাসুক মিয়া, জাপা নেতা এখলাছ মিয়া, মুজিবুর রহমান, সিরাজ মিয়াসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
মানুষের ভাগ্য পরিবর্তনে লাঙ্গল প্রতীকই এখন ভরসা : জাহাঙ্গীর আলম
- আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৯:৪৪:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১০:০৮:৫৭ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি