স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় বছরের শুরুতে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন ও ক্রীড়া শিক্ষক তাসনিম বেগম। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়; শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে ওঠে। বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ছাত্রীসংখ্যার দিক থেকে জেলার অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-েও বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলার শীর্ষস্থান ধরে রেখেছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৯:০২:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৯:১৮:৩৬ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ