জগন্নাথপুরে সড়কে দুর্ঘটনায় আহত ৩
- আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৮:৫৯:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৮:৫৯:০৪ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে সড়কে দুর্ঘটনায় ৩ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রাম এলাকায় প্রধান সড়কে। ২৭ জানুয়ারি রাতে অটোরিকসা (মিশুক) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৌর শহরের ভবানীপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাজান মিয়া (২৫), হলদারকান্দি গ্রামের মাহফুজুর রহমান (২৪) সহ ৩ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডা. রুবেল নিশ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি