সুনামগঞ্জ , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ : নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করল আন্তর্জাতিক আদালত আরেকটি মহল ষড়যন্ত্র করছে, সতর্ক থাকতে হবে : তারেক রহমান সংখ্যালঘুরা শঙ্কায়, ভোট দিতে নিরুৎসাহিত হতে পারে : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় শতাধিক কৃষক পরিবার ছাতকের সাবেক মেয়র কালাম চৌধুরী গ্রেপ্তার হাওরে মাটি সংকট, বিপাকে পিআইসি ঝুঁকিপূর্ণ প্রকল্পগুলোতে পিছিয়ে পড়ছে বাঁধের কাজ একটি দলের আমির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন : বিএনপি জেলায় মোতায়েন হচ্ছে ২৪ প্লাটুন বিজিবি ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি হ্যাঁ বা না ভোট দেওয়া ভোটারদের ব্যক্তি স্বাধীনতা : জেলা প্রশাসক জগন্নাথপুরে নদী ভাঙনে বিলীনের পথে সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ : প্রধান উপদেষ্টা বিএনপি প্রার্থীদের জন্য অশনিসংকেত বিদ্রোহীরা একটি দল স্বৈরাচার দলটির মতো ভাষা ব্যবহার করছে : তারেক রহমান গিরিশনগরে ফসলরক্ষা বাঁধের প্রকল্প নেই, অরক্ষিত থাকবে কনছখাই হাওর অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলের উন্নয়ন করা হবে : কামরুজ্জামান কামরুল অনেক বাঁধে মাটিই পড়েনি, প্রশাসনের দাবি ৩০% কাজ শেষ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় মুক্তি নির্ধারণে অধ্যাদেশ জারি ফাঁস লাগিয়ে হত্যা করা হলো ঘোড়াটিকে
সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৪

বিএনপি প্রার্থীদের জন্য অশনিসংকেত বিদ্রোহীরা

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৮:৫৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৮:৫৩:০৫ পূর্বাহ্ন
বিএনপি প্রার্থীদের জন্য অশনিসংকেত বিদ্রোহীরা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে দু’টি আসনে বিএনপি প্রার্থীদের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছেন বিদ্রোহীরা। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) এবং সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) এই আসনগুলোতে এমনই পরিস্থিতি। দল থেকে বহিষ্কারের পরও মাঠ না ছাড়া এই বিদ্রোহীদের কারণে ভাগ হতে পারে বিএনপি’র ভোট। এছাড়া দলের কিছু নেতাকর্মী কৌশলে কাজ করছেন বিদ্রোহীদের পক্ষে এমন অভিযোগ রয়েছে। এভাবে চলতে থাকলে দু’টি আসনেই কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে বিএনপি - এমন মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) : সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ স¤পাদক এম. কয়ছর আহমদ। দলের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন। তিনি জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হলেও তিনি নির্বাচনী মাঠে ‘তালা’ প্রতীক নিয়ে সক্রিয় রয়েছেন। নির্বাচনী প্রচার-প্রচারণা, গণসংযোগ অব্যাহত রেখেছেন জোরালোভাবে। স্থানীয় সচেতন রাজনৈতিক বিশ্লেষকদের সাথে কথা বলে জানাযায়, সুনামগঞ্জ-৩ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ এবং তালা প্রতীকের মধ্যে। এম. কয়ছর আহমদকে চ্যালেঞ্জ জানাতে ইতোমধ্যে জোর প্রস্তুতি সম্পন্ন করেছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন শান্তিগঞ্জ এলাকার বাসিন্দা। তাই এলাকাকেন্দ্রিক ভোট ব্যাংক তার পক্ষে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ধানের শীষের ‘মনোনয়নবঞ্চিত নেতাদের বলয়’ আগে থেকেই জানান দিয়েছিলেন তাদের মধ্য থেকে যে প্রার্থী হবেন, তাকেই তারা সমর্থন দিবেন। এ ক্ষেত্রে বিএনপি’র ‘মনোনয়নবঞ্চিতদের বলয়’ থেকে আনোয়ার হোসেন পূর্ণ সমর্থন পাবেন, তা বলা বাহুল্য হবে না। সামগ্রিক পরিসংখ্যান বিএনপি প্রার্থী এম. কয়ছর আহমদ-এর জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। এই আসনে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী, খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ ও আমার বাংলাদেশ পার্টির (এবি) সৈয়দ তালহা আলম। সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) : সুনামগঞ্জ-৪ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপির প্রার্থী হলেন দলের জেলা কমিটির সাবেক সাধারণ স¤পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুল। অপরদিকে, দলের মনোনয়নবঞ্চিত হয়ে দেওয়ান জয়নুল জাকেরীন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি বিএনপি’র জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তিনি নির্বাচনী মাঠে দমে যাননি। পূর্ণ উদ্যমে ‘মোটর সাইকেল’ প্রতীক নিয়ে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তার কর্মী এবং সমর্থকরাও নানাভাবে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, জয়নুল জাকেরীন চারবার সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং একবার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। হাছন পরিবারের এই সন্তানের রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক নির্বাচনে সমীকরণ পাল্টে দিতে ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপি প্রার্থী অ্যাড. নূরুল ইসলাম নূরুল। তবে বিদ্রোহী প্রার্থী না থাকলে ধানের শীষের জয়ের পথ অনেকটাই মসৃণ হতো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। সুনামগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা হলেন- জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা কমিটির নায়েবে আমির অ্যাড. মো. শামছ উদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. নাজমুল হুদা হিমেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ : নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করল আন্তর্জাতিক আদালত

টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ : নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করল আন্তর্জাতিক আদালত