স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ছাতক শহরের খেলাফত মজলিসের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন। এসময় হাফিজ আব্দুল কাদির বলেন, ছাতক-দোয়ারাবাজার এলাকার সার্বিক উন্নয়ন, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে আগামী নির্বাচনে সমন্বিত প্রচেষ্টা ও সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন ও মাওলানা ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ-সাধারণ স¤পাদক আখতার হুসাইন আতিক, সাংগঠনিক স¤পাদক ফারুক আহমদ জাবেদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা আরিফুল হক ইদ্রিস, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা শায়খ কামাল উদ্দিন ও মাওলানা মঈনুল হক, জেলা নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, ছাতক উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি কে এম সালেহ আহমদ, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে এম মোশাহিদ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া সভায় ছাতক পৌর ও উপজেলা এবং দোয়ারাবাজার উপজেলা শাখার সাধারণ স¤পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রমে পার¯পরিক সমন্বয় ও ঐক্য গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়
- আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৫৪:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৯:০৫:৩২ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ