ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৫১:২০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:৫১:২০ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে রবিবার সকালে ৭১টি ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ জব্দ করাসহ মোছা. রিমা আক্তার (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।
মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন পিপিএম বলেন, উপজেলার মধ্যনগর থানা পুলিশ ও মধ্যনগর অস্থায়ী সেনা ক্যা¤প যৌথভাবে উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে রবিবার সকাল সাতটা বেজে ২০মিনিটের সময় অভিযান চালিয়ে ওই গ্রামের নারী মাদকব্যবসায়ী মোছা. রিমা আক্তারের বসতঘরের ভেতর থেকে ৭১টি ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ফোন ও নগদ ১৩হাজার ৭৮০টাকা জব্দকরাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। ওইদিনই তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি