মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদন্ড
- আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৫০:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:৫০:৩৫ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলায় গাঁজা সেবন ও গাঁজা ব্যবসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল কাইয়ূম (২৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সুনই গ্রামে। সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এই দ- দেন।
ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বৌলাম গ্রামের সামনে থাকা মোড় থেকে সোমবার বিকেল পাঁচটার দিকে দুইজন ব্যক্তিকে গাঁজাসহ আটক করে স্থানীয় লোকজন। ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাঁজা সেবনকারী ও গাঁজা ব্যবসায়ী আব্দুল কাইয়ূমের কাছ থেকে ৫০গ্রাম গাঁজা জব্দ করে। পরে সন্ধ্যা ছয়টার দিকে খবর পেয়ে সেখানে যান সহকারী কমিশনার (ভূমি)। জিজ্ঞাসাবাদে কাইয়ূম গাঁজা সেবন ও গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করেন আদালত। অপরজন এ ঘটনায় জড়িত না থাকায় তিনি ছাড়া পান।
ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, দন্ড- পাওয়া ওই ব্যক্তিকে মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি