জলমহাল শুকিয়ে মাছ শিকারের দায়ে এক ব্যক্তিকে কারাদন্ড
- আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার আতলা বিল জলমহালে একটি শ্যালো মেশিন বসিয়ে জলমহালের তলা শুকিয়ে অবৈধভাবে মাছ শিকারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসলাম উদ্দিন (২৭) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদ- ও দুই শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার কুর্শিবাড়ী গ্রামে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এই দন্ড- দেন। এ সময় জলমহালে ব্যবহৃত শ্যালো মেশিনটিও বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার আতলা বিল জলমহালে শ্যালো মেশিন বসিয়ে জলমহালের তলা শুকিয়ে অবৈধভাবে মাছ শিকার করে আসছিলেন উপজেলার কুর্শিবাড়ী গ্রামের ইসলাম উদ্দিন। খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে এই দন্ড দেন এবং ব্যবহৃত শ্যালো মেশিনটি বিনষ্ট করা হয়।
ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, দন্ড পাওয়া ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি