গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা
- আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৩১:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:৩১:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সচেতন নাগরিকদের সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগের আয়োজনে তরুণ-তরুণীদের অংশগ্রহণে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য ও সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের কারণে গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সমাজে বিভ্রান্তি ও সহিংসতা সৃষ্টি করছে। বিশেষ করে তরুণ সমাজ অসচেতনভাবে যাচাই-বাছাই ছাড়াই তথ্য শেয়ার করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তাই গুজব প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো সংবাদ, ছবি বা ভিডিও শেয়ার করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার কথা বলেন বক্তারা।
সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গুজব প্রতিরোধে নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ