আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপিত
- আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৯:১৯:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৯:১৯:৩৯ পূর্বাহ্ন
আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জের সভাপতি কানিজ সুলতানা।
“জীবাশ্ম জ্বালানিকে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে সোমবার সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জোহায়ের রাজা ট্রেড সেন্টারের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষে এবং জীবাশ্ম জ্বালানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের বিবেচনার জন্য ৯ দফা সুপারিশ উপস্থাপন করেন সনাক সদস্য রাজু আহমেদ।
মানববন্ধনে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা উপস্থিত ছিলেন। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি