কাবাডি ও দাবা প্রতিযোগিতা সম্পন্ন
ক্রীড়া পরিদপ্তরে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থবছরের জেলা ক্রীড়া অফিস, সুনামগঞ্জ-এর আয়োজনে সুনামগঞ্জ জেলা পর্যায়ে (অনূর্ধ্ব-১৬) বালক/বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) স¤পন্ন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন।
উক্ত কাবাডি ও দাবা প্রতিযোগিতায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি ক্রীড়া ক্লাব হতে ৮৪ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। কাবাডি প্রতিযোগিতায় বালকদের মধ্যে চ্যা¤িপয়ন হয় সুনামগঞ্জ জুনিয়র কাবাডি দল ও রানার্স আপ হয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় এবং বালিকাদের মধ্যে চ্যা¤িপয়ন হয় সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ও রানার্স আপ হয় লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ