সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ , ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি দল স্বৈরাচার দলটির মতো ভাষা ব্যবহার করছে : তারেক রহমান গিরিশনগরে ফসলরক্ষা বাঁধের প্রকল্প নেই, অরক্ষিত থাকবে কনছখাই হাওর অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলের উন্নয়ন করা হবে : কামরুজ্জামান কামরুল অনেক বাঁধে মাটিই পড়েনি, প্রশাসনের দাবি ৩০% কাজ শেষ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় মুক্তি নির্ধারণে অধ্যাদেশ জারি ফাঁস লাগিয়ে হত্যা করা হলো ঘোড়াটিকে লঞ্চঘাট এলাকাকে শহরের অন্যতম নান্দনিক স্থান হিসেবে গড়ে তোলা হবে : ডিসি বিএনপি’র সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকতে মরিয়া জামায়াত শান্তিগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল শিক্ষাব্যবস্থায় বাংলার পাশাপাশি ইংরেজি-আরবি যুক্ত করা হবে : জামায়াতের আমির দেশে সিস্টেমের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিন : জেলা প্রশাসক সরিষা চাষে দ্বিগুণ লাভবান হাওর অঞ্চলের কৃষকরা ২৫০ পিস শিসা বুলেটসহ আটক ১ ফিলিং স্টেশনে গ্যাস সংকট, জনমনে অসন্তোষ গুরুত্বপূর্ণ ক্লোজারে কাজ শুরু হয়নি ভোটের মাঠে উত্তাপ : প্রচারণায় বাড়ছে বিষোদগার ও অসহিষ্ণুতা এই মাটির সন্তান হিসেবে আপনাদের সেবা করতে চাই : নাজমুল হুদা হিমেল খরচার হাওরে খাল সেচে মাছ লুট ফ্যামিলি কার্ডে মিলবে সব সরকারি সুবিধা : তারেক রহমান

ভোটের মাঠে উত্তাপ : প্রচারণায় বাড়ছে বিষোদগার ও অসহিষ্ণুতা

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:২১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:২১:২৩ পূর্বাহ্ন
ভোটের মাঠে উত্তাপ : প্রচারণায় বাড়ছে বিষোদগার ও অসহিষ্ণুতা
সুনামকণ্ঠ ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় রাজধানীর অলিগলি থেকে শুরু করে জেলা শহরগুলো রাজনৈতিক উত্তাপে সরগরম হয়ে উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা নির্বাচনি জনসভায় একে অপরের প্রতি অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন। একই সঙ্গে প্রচারণাকে কেন্দ্র করে কেরানীগঞ্জে গোলাগুলি এবং ঢাকায় প্রার্থীর ওপর হামলার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকের বিআরবি স্কুল মাঠে বিশাল নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, “দেশের টেকসই উন্নয়নের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার অপরিহার্য। গত ১৫ বছর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ‘ডামি’ নির্বাচন করা হয়েছিল। এবার সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠার।” এ সময় তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকার গৃহহীনদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার উত্তরাঞ্চলে ব্যস্ত সময় কাটিয়েছেন। পঞ্চগড় চিনিকল মাঠের জনসভা শেষে তিনি দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সমাবেশে অংশ নেন। দিনাজপুরে বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা চাঁদাবাজি করি না এবং করতে দেবো না। অর্থের বিনিময়ে বিচার কেনা যাবে না; আইন সবার জন্য সমান হবে।” অন্যদিকে, খুলনায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করেন। গত শুক্রবার রাতে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জে নির্বাচনি কার্যালয়ের পাশে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক হাসান মোল্লাকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচন বানচাল করতে একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে এই গুপ্ত হামলা চালাচ্ছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও নোংরা পানি নিক্ষেপ : ঢাকা-৮ আসনের ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী আজ সন্ধ্যায় সিদ্ধেশ্বরী এলাকায় গণসংযোগে গেলে এক অনাকাক্সিক্ষত পরিস্থিতির শিকার হন। প্রচারণার সময় একটি ভবনের ওপর থেকে তাকে লক্ষ্য করে ডিম ও নোংরা পানি নিক্ষেপ করে অজ্ঞাত ব্যক্তিরা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাসীরুদ্দীন পাটওয়ারী তার কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহত করার হুঙ্কার নাহিদ ইসলামের : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বাড্ডার বাঁশতলা এলাকায় সমাবেশে বলেন, “১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়ে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে।” তিনি আগামী নির্বাচনে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহত করার ডাক দেন। বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি হুঁশিয়ারি : নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে তীব্র বাক্যযুদ্ধ শুরু হয়েছে। ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সূত্রাপুর এলাকায় এক সভায় সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিএনপি চাইলে ঢাকায় জামায়াত-শিবিরকে রাস্তায় নামতে দেওয়া হবে না।” তিনি তাদের রাজনৈতিক কর্মকা-ে ‘সাবধান’ হওয়ার আহ্বান জানান। এদিকে খুলনায় এক কর্মসূচিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ না করে বলেন, “লন্ডন থেকে মুফতি ডিগ্রি নিয়ে আসা একজন আমাদেরকে কুফরি ফতোয়া দিচ্ছেন। এটি অত্যন্ত বাড়াবাড়ি। আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম বলে অনেক কথার জবাব দেইনি।” কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বিএনপি ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে সমালোচনা করে বলেন, “কেউ ফ্যামিলি কার্ড নিয়ে বাসায় গেলে তাকে আটকে রাখবেন।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স