ছাত্রলীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
দিরাই প্রতিনিধি ::
ছাত্রলীগের দিরাই উপজেলা সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি দল। গত শুক্রবার সন্ধ্যায় দিরাই পৌরশহরের চন্ডিপুর গ্রামের নিজ বাড়ি থেকে দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক মোশাররফ মিয়ার বড় ছেলে উজ্জ্বল মিয়া গ্রেপ্তার হন।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চৌধুরী গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, উজ্জ্বল মিয়ার বসতবাড়ি ও খামার বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একটি ১ নলা বন্দুক, ৮ রাউন্ড গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম, দেশীয় ধারালো অস্ত্রও একাধিক পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে, তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
