অনিয়ম-দুর্নীতি নির্মূলে সকলের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক
- আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৩০:২৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৩০:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাক স¤পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর স¤পাদক ও প্রকাশক পংকজ দে, দৈনিক সুনামগঞ্জের সময় স¤পাদক সেলিম আহমদ তালুকদার, সাংবাদিক আলহেলাল, মাসুম হেলাল, হিমাদ্রী শেখর ভদ্র, দেওয়ান গিয়াস চৌধুরী, শহীদ নুর আহমদ প্রমুখ।
এ সময় সাংবাদিকেরা জানান, জেলাব্যাপী হাওরের বেড়িবাঁধে অনিয়ম-দুর্নীতি চলমান রয়েছে। দিন দিন দুর্নীতির মাত্রা বেড়ে চলেছে। বিগত সময়ের চেয়ে এখন বাঁধের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। গত ৭/৮ বছরের ব্যবধানে জেলায় ৪শত বেড়িবাঁধের পরিবর্তে এখন প্রায় সাড়ে ৭শত বেড়িবাঁধ হয়েছে। তা কিভাবে হলো, কেন হলো তা খোঁজে দেখার দাবি জানান। তারা জানান, বিগত সময়ে মাত্র ৬ কোটি টাকার পরিবর্তে এখন ১৪৫ কোটি বৃদ্ধি পেলো কেন তা খোঁজে দেখা খুবই জরুরি। উদাহরণস্বরূপ তারা জানান, যে বেড়িবাঁধ ৫শত মিটারের বরাদ্দ ছিল ১০ লাখ টাকা। এই বেড়িবাঁধকে ৩ ভাগে ভাগ করে ৬০ লাখ টাকা করা হয়েছে। এভাবেই দুর্নীতি বেড়ে চলেছে।
তারা জানান, অপ্রয়োজনীয় বেড়িবাঁধ সৃজনে জমজমাট ব্যবসা শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সার্ভে করে তাদের ইচ্ছে মতো পিআইসির সংখ্যা বাড়ায়। একই সাথে বরাদ্দের পরিমাণও বাড়িয়ে দেয়। গণশুনানি ছাড়াই এসব পিআইসির বেড়িবাঁধ অনুমোদন হয়ে যায়। এতে দুর্নীতির মাত্রা বেড়েই চলেছে। তাই আগে থেকে কঠোর ব্যবস্থা নেয়া জরুরি প্রয়োজন।
সাংবাদিকরা জানান, যাদুকাটা নদী ও ধোপাজান চলতি নদীতে লিজের নামে অবাধে বালু-পাথর উত্তোলন এবং চাঁদাবাজির ঘটনা ঘটে চলেছে, বিআইডব্লিউটিএর নামে অবৈধভাবে বিভিন্ন স্থানে চাঁদা উত্তোলন করা হচ্ছে, জেলা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে হাওর-নদী খননের নামে বরাদ্দের কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন সাংবাদিকেরা।
এছাড়াও সাংবাদিকেরা লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও থেকে বুড়িস্থল হয়ে আমবাড়ি এলাকা পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের, শহরের যানজট কমাতে অস¤পন্ন বাসস্টেশনের কাজ স¤পন্ন করার, শহরের উদ্ধারকৃত কামারখাল যথাযথ সংরক্ষণের, চোরাচালান প্রতিরোধে, শুল্কস্টেশন স্থাপনে, কর্মসংস্থান নির্মাণের বিষয় উল্লেখ করে বক্তব্য রাখেন।
সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমি প্রতিটি প্রতিটি বিষয়ে অবগত হয়ে নোট নিয়েছি। একে একে সব বিষয় খোঁজে দেখে অনিয়ম-দুর্নীতি নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এসব বিষয়ে আমাকে আপনারা সহযোগিতা করবেন। তিনি বলেন, আপনাদের দাবি, আপনাদের প্রত্যাশার কথা শুনেছি, আরও শুনবো। আপনাদের সাথে নিয়ে নানা সমস্যার সমাধানে চেষ্টা করবো। তিনি বলেন, আগামী দুর্গোৎসব যাতে সুষ্ঠু ও নিরাপদভাবে হয়, এই বিষয়ে সকলে খেয়াল রাখতে হবে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ