সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ , ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি দল স্বৈরাচার দলটির মতো ভাষা ব্যবহার করছে : তারেক রহমান গিরিশনগরে ফসলরক্ষা বাঁধের প্রকল্প নেই, অরক্ষিত থাকবে কনছখাই হাওর অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলের উন্নয়ন করা হবে : কামরুজ্জামান কামরুল অনেক বাঁধে মাটিই পড়েনি, প্রশাসনের দাবি ৩০% কাজ শেষ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় মুক্তি নির্ধারণে অধ্যাদেশ জারি ফাঁস লাগিয়ে হত্যা করা হলো ঘোড়াটিকে লঞ্চঘাট এলাকাকে শহরের অন্যতম নান্দনিক স্থান হিসেবে গড়ে তোলা হবে : ডিসি বিএনপি’র সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকতে মরিয়া জামায়াত শান্তিগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল শিক্ষাব্যবস্থায় বাংলার পাশাপাশি ইংরেজি-আরবি যুক্ত করা হবে : জামায়াতের আমির দেশে সিস্টেমের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিন : জেলা প্রশাসক সরিষা চাষে দ্বিগুণ লাভবান হাওর অঞ্চলের কৃষকরা ২৫০ পিস শিসা বুলেটসহ আটক ১ ফিলিং স্টেশনে গ্যাস সংকট, জনমনে অসন্তোষ গুরুত্বপূর্ণ ক্লোজারে কাজ শুরু হয়নি ভোটের মাঠে উত্তাপ : প্রচারণায় বাড়ছে বিষোদগার ও অসহিষ্ণুতা এই মাটির সন্তান হিসেবে আপনাদের সেবা করতে চাই : নাজমুল হুদা হিমেল খরচার হাওরে খাল সেচে মাছ লুট ফ্যামিলি কার্ডে মিলবে সব সরকারি সুবিধা : তারেক রহমান
জাতীয় সংসদ নির্বাচন

প্রতীক পেলেন প্রার্থীরা, আজ থেকে শুরু প্রচার-প্রচারণা

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:০৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:৩১:৪৬ পূর্বাহ্ন
প্রতীক পেলেন প্রার্থীরা, আজ থেকে শুরু প্রচার-প্রচারণা
তানভীর আহমেদ::
সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক বরাদ্দ পেলেন ২৩ জন প্রার্থী। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে ৩জন, সুনামগঞ্জ-২ আসনে ৩জন, সুনামগঞ্জ-৩ আসনে ৭জন, সুনামগঞ্জ-৪ আসনে ৫জন, সুনামগঞ্জ-৫ আসনে ৫ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে’ সংসদ সদস্য প্রার্থীদের একে একে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের পর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আনুষ্ঠানিকভাবে প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। এসময় নির্বাচনের আচারবিধি ও করণীয় স¤পর্কে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন। তাদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠবে হাওরের জেলা সুনামগঞ্জ। সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ, বই প্রতীক বরাদ্দ পেয়েছেন নেজামে ইসলাম পার্টি মনোনীত প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার। সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. নাছির চৌধুরী, দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন মোহাম্মদ শিশির মনির, কাস্তে প্রতীক বরাদ্দ পেয়েছেন কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস। সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ, রিক্সা প্রতীক বরাদ্দ পেয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী, তালা প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন, টেবিল ঘড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন মো. মাহফুজুর রহমান খালেদ (তুষার), দেয়াল ঘড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ, ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন এবি পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম, ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ।

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নাজমুল হুদা, দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শামছ উদ্দিন, হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম।
সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ, দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম, দেয়াল ঘড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির, লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আম প্রতীক বরাদ্দ পেয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী মো. আজিজুল হক।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জের ৫টি আসনে মোট ২৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। তবে, প্রচার-প্রচারণা চালানোর ক্ষেত্রে অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, আচরণবিধি নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সাধারণত দেখা যায়, যে প্রার্থী ভোটের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকেন তার চেয়েও যে প্রার্থী পিছিয়ে থাকেন তারা বেশি আচরণবিধি লঙ্ঘন করেন। সাধারণত আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচনের ক্ষেত্রে যে লেভেল প্লেয়িং ফিল্ড আছে সেটা অসমান করে ফেলে। সেজন্য সকল প্রার্থীকে আচরণবিধির কথা মাথায় রেখে প্রচার-প্রচারণা চালাতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স