হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত
- আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:১৮:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:১৮:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
“স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ” - এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এ অলিম্পয়াড অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ হেলথ ওয়াচ ও এফর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)-এর সহযোগিতায় এই হেলথ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মুহাম্মদ ইউছুফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুস ছত্তার এবং জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা সারোয়ার জাহান।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম।
প্রভাষক মো. ওসমান গনী এবং যুব ফোরামের সহ-সমন্বয়কারী তাজকিরা হক তাজিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. দিলোয়ার হোসেন, মো. সেরুজ্জামান, দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পারসন মো. ফয়সল আহমদসহ অনেকে।
হেলথ অলিম্পিয়াডে সুনামগঞ্জ শহর ও সদর উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি মাদ্রাসার নবম ও দশম শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে অলিম্পয়াডে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ