তাহিরপুরে পলাতক আসামি গ্রেফতার
- আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:১৪:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:১৪:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে একাধিক জিআর মামলার পলাতক আসামি জমসেদ মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। সোমবার বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জমসেদ মিয়া উত্তর শ্রীপুর ইউনিয়নের মো. আব্দুন নূরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় থানার এসআই দীপক দাশ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জমসেদ মিয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে এসআই দীপক দাশ জানান, আটক আসামিকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, জমসেদ মিয়াকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ