আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত
- আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১০:০৪:১২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১০:০৪:১২ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌর শহরের রাণীগঞ্জ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিত রঞ্জন বৈদ্য।
শিক্ষক নিরাময় রায় ও আশরাফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বিদ্যালয় কমিটির সভাপতি রাজন আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ আলা উদ্দিন ভূইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রুবেল আহমদ ভূইয়া ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক নিরাময় রায়। বক্তব্য রাখেন শিক্ষক নাইমুল হাসান রুবেল, শিক্ষার্থী মীম আক্তার প্রমুখ।
এ সময় বিশিষ্ট সমাজসেবক মকবুল হোসেন ভূইয়া, শিক্ষক প্রজেশ কান্ত দাস, আনোয়ার হোসেন রনি, খাদিজা বেগম, সুমা বেগম, সুমনা বেগম,
তানিয়া বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সুমী আক্তার ও গীতাপাঠ করেন সৈকত দেবনাথ এবং অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
সভায় আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত আলহাজ শফিকুল আহমদ ভূইয়া ও তার পিতা প্রয়াত আবদুল খালিক সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি