নৌকাবাইচে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ‘সোনার তরী’
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফের ‘সোনার তরী’ নৌকা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিজয় উদযাপন করেছেন নৌকার সকল বাইচাল ও কলাকুশলীরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বাইচের তালে তালে, নেচে-গেয়ে উপজেলার পাগলা বাজার, বীরগাঁও বাজার ও পাইকাপন এলাকায় বিজয় উল্লাস করেন তারা।
এর আগে গত ৫ সেপ্টেম্বর জালালপুর-ইসলামপুর এলাকায় ১২ টি নৌকাকে পরাজিত করে চ্যা¤িপয়ন হয় সলফের সোনারতরী।
এছাড়া ২০২১ সালে জামালগঞ্জে, ২০২২ সালে বীরগাঁও পাখিমারা হাওরে এবং মৌলভীবাজারে নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করে সোনার তরী। সোনার তরী’র এমন ধারাবাহিক সফলতায় খুঁশি সলফ গ্রামবাসী।
সোনার তরী নৌকা পরিচালনা কমিটির সভাপতি কুতুব উদ্দিন ও সহ-সভাপতি এন্তাজুল হক বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য। আমাদের পূর্বপুরুষরা নৌকাবাইচে অংশ নিয়ে মানুষকে আনন্দ দিতেন। আমরাও সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা সকলের দোয়া ও সহযোগিতা চাই।
সোনার তরী পরিচালনা কমিটির সহ-স¤পাদক আলেক মিয়া বলেন, সোনার তরী আমাদের গ্রামের মানুষের আনন্দের খোরাক। আমরা দূর-দূরান্তে নৌকা বাইচে অংশ নিয়ে এপর্যন্ত চার বার চ্যা¤িপয়ন হয়েছি। সিলেট বিভাগে আমাদের নৌকার নাম-ডাক আছে। সবার দোয়া ও সহযোগিতায় আমরা আরো এগিয়ে যেতে চাই।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ