স্টাফ রিপোর্টার ::
কৌশলগত কারণে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা) ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে দুই জন করে প্রার্থী মনোনয়ন দিয়েছিল বিএনপি। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই দুটি গুরুত্বপূর্ণ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ-২ আসনে সাবেক সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরীকে দলটির চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। গত শনিবার (১৭ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই মনোনয়ন নিশ্চিত করা হয়।
রবিবার চূড়ান্ত মনোনয়নের চিঠি এই দুই প্রার্থীর হাতে পৌঁছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র ইতোমধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী উভয় প্রার্থীর জন্য দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দের আনুষ্ঠানিক আবেদনও করা হয়েছে। এই চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের নিকট প্রেরণ করা হয়েছে। এর আগে সুনামগঞ্জ-১ আসনে প্রথমে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক ও পরে জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলকে মনোনয়ন দেয় বিএনপি।
এছাড়া সুনামগঞ্জ-২ আসনে মো. নাছির উদ্দিন চৌধুরীর পাশাপাশি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলকে বিকল্প প্রার্থী হিসেবে রাখা হয়েছিল। বিকল্প প্রার্থীরা পৃথকভাবে এলাকায় প্রচারণা চালিয়ে যাওয়ায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে শেষ পর্যন্ত কামরুজ্জামান কামরুল ও মো. নাছির উদ্দিন চৌধুরীর নাম চূড়ান্ত হওয়ায় সে বিভ্রান্তির অবসান ঘটেছে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা আশা করছেন, চূড়ান্ত প্রার্থী ঘোষণার ফলে এখন থেকে সংগঠিত ও জোরালো নির্বাচনী প্রচারণা চালানো সম্ভব হবে। স্থানীয় বিএনপি নেতাদের মতে, হাওরাঞ্চলের মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা নিয়ে এই দুই প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন। দলীয় সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই উভয় আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ করা গেছে।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, চূড়ান্ত মনোনয়নের চিঠি হাতে পেয়েছি। ধানের শীষের বিজয় নিশ্চিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জাতীয় সংসদ নির্বাচন
নাসির-কামরুলে ভরসা রাখলো বিএনপি
- আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:৫৭:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:৫৯:৩৯ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ