সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই
- আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:৫২:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:৫২:৩৩ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই তরুণ। তাঁরা মামাতো ও ফুফাতো ভাই। গত শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে নগরের তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন শাল্লা উপজেলার রহমতপুর নোয়াগাঁও গ্রামের দিপ্ত দাস (১৮) ও ছাতক মংলারগাঁও গ্রামের ইমন দাস (২০)। ইমনের মামাতো ভাই ছিলেন নিহত দিপ্ত। তারা পরিবারের সঙ্গে নগরের তালতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দিপ্ত সিলেটের ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ইমন দাস সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দিপ্ত ও ইমন মোটরসাইকেলে করে শনিবার রাতে শেখঘাট থেকে তালতলা মোড়ের দিকে আসছিলেন। পথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়েন। আওয়াজ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং দুজনকে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
নিহত দিপ্ত দাসের বাবা গৌরাঙ্গ দাস রবিবার সকালে গণমাধ্যমকে বলেন, ইমন ও তার ছেলে বন্ধুর মতো চলাফেরা করতেন। শেষ পর্যন্ত দুজন একসঙ্গেই মারা গেলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক