সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

সিলেটে কবি মুন্নি আক্তার এর একক কবিতাসন্ধ্যা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:১৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:১৯:১২ পূর্বাহ্ন
সিলেটে কবি মুন্নি আক্তার এর একক কবিতাসন্ধ্যা
সুনামকন্ঠ ডেস্ক:: কবি মুন্নি আক্তার-এর একক কবিতাসন্ধ্যা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি পুলিন রায় বলেছেন, কবিতায় থাকতে হবে অলংকার, চিত্রকল্প, রূপক, সংকেত ও সমসাময়িক দৃশ্যপট ইত্যাদি। যেনতেনভাবে কবিতা লিখলে হবে না। এজন্য দরকার সাধনা এবং নিষ্ঠা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কবিকে গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে পঠনপাঠনের মাধ্যমে কলমকে আরো শাণিত করতে হবে। গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার ‘সাহিত্যসন্ধি’ (নতুনত্বের সন্ধানে) সংগঠনের উদ্যোগে সিলেট নগরীর দরগা গেইটস্থ কেমুসাস সাহিত্য আসর কক্ষে এক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্যসন্ধি’র প্রতিষ্ঠাতা কবি ও শিশুসাহিত্যিক শান্তা কামালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’ স¤পাদক ও সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি ও ছড়াকার শাহাদত বখত শাহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আজম মন্ডল রানা ও শিপারা শিপা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউস আম্বরখানা সিলেটের প্রকাশক ও সত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিন। সাহিত্যসন্ধি’র সাধারণ স¤পাদক ও কবি রিপন মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি জসিম হাসান রাফী। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ও বক্তব্য রাখেন লেখক ও সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না, কবি ও কথাসাহিত্যিক দেলোয়ারা বেগম, কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের জীবনসঙ্গী (স্বামী) মনিরুল ইসলাম ইঞ্জিনিয়ার, কবি ও বিকেবি সাবেক কর্মকর্তা মো. ফজলুল হক, গাঙচিল সিলেট জেলার সভাপতি জগলুল হক, বিকেবি’র সাবেক ম্যানেজার মো. আব্দুল মালেক, গাঙ্গচিল সিলেট মহানগরের সভাপতি এবং গীতিকার ও শিক্ষক এইচ আই হামিদ, কবি ও শিক্ষক মোস্তাফিজ সৈয়দ, কবি ও সংগঠক আজমল আহমদ, কবি ও গীতিকার এডভোকেট আশালতা, কবি ও সংগঠক আব্দুল কাদির জীবন, কবি ও গীতিকার বিমান বিহারী বিশ্বাস, কবি ও গল্পকার মাহফুজ জোহা, কবি রকিব রুবাইয়্যাত রহমান, সার্জন টিভির পরিচালক জুবের আহমদ, কবি সাজিদুর রহমান, ব্যবসায়ী শাহজাহান সাজু, সংগঠক মো. নজরুল ইসলাম, ওমর ফারুক, কাওসার আহমেদ, আলী আহসান হাবীব, শাব্বির আহমদ, শাকিব আহমেদ, শোয়েব, কবি রোকসনা বেগম, মাকসুদুর রহমান তালুকদার, নিশান, তোফাজ্জল হোসেন, মেহেদী হাসান জামী, মো. সাইফুল ইসলাম, উৎস, কয়েস আহমেদ, সুবেদ মিয়া, যুব সংগঠক কয়সর আহমদ কাওসার, কবি ফাতেমা, কবি নাজমা, শাহাব উদ্দিন জাহার, ইশতিয়াক, কবি সুজাত প্রমুখ। প্রধান অতিথি কবি পুলিন রায় তাঁর বক্তব্যে কবি মুন্নি আক্তারের কতিপয় পঙক্তি পাঠ করে কবির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের অন্যান্য বক্তা কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের কবিতার প্রশংসা করেন এবং তার লেখা যেন আরো সম্প্রচারিত এবং পাঠকপ্রিয় হয় সেই আশাবাদ ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে সার্জন টিভি ও টাচ অফ সিলেট। সবশেষে কেক কেটে কবি মুন্নি আক্তারের জন্মদিন উদযাপন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল