সুনামগঞ্জ , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে : প্রধান উপদেষ্টা শহর থেকে গ্রাম-গণভোটের বার্তায় মুখর সুনামগঞ্জ ভোট হবে নিরপেক্ষ : সেনাপ্রধান পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত নাসির-কামরুলে ভরসা রাখলো বিএনপি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই দোয়ারাবাজারে প্রশাসনের দোহাই দিয়ে সড়কে চলাচলে টাকা উত্তোলন দোয়ারাবাজারে পুলিশের ওপর হামলা ও মোটরসাইকেল ছিনতাই ফসলরক্ষা বাঁধে ঢের বরাদ্দ, ভাঙন কম, অক্ষত মাটি, লুটপাটের শঙ্কা প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান সুনামগঞ্জে নারীদের অংশগ্রহণে গণভোটের অবহিতকরণ সভা ও সেলাই মেশিন বিতরণ অবৈধভাবে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশ খোশ মেজাজে বিএনপি জামায়াতের সঙ্গে নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সভা অনুষ্ঠিত দখল-দূষণে অস্তিত্ব সংকটে সুনামগঞ্জের প্রাণভোমরা বাঁধের কাজের গতি বাড়ানোর তাগিদ দিলেন জেলা প্রশাসক ছাতকে কৃষকের খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
সুনামগঞ্জ-৫

খোশ মেজাজে বিএনপি

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১০:০৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১০:০৯:৫১ পূর্বাহ্ন
খোশ মেজাজে বিএনপি
জাহাঙ্গীর আলম চৌধুরী :: সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে নির্বাচনী মাঠে খোশ মেজাজে রয়েছেন বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকরা। ‘বিদ্রোহী প্রার্থী’ বাধা কাটিয়ে এখন ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছেন সবাই। দ্বিধা-দ্বন্দ্ব ভুলে পূর্ণ উদ্যমে ভোটের লড়াইয়ে সক্রিয় বিএনপি। দীর্ঘ প্রায় দুই দশক পর ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যেই চলছে এই লড়াই। একসময় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সুনামগঞ্জ-৫ আসনে ২০০৬ সালের পর আর দলীয় কোনো প্রার্থী জয় পাননি। তাই হারানো আসন পুনরুদ্ধারে এবার ভিন্ন কৌশল ও নতুন উদ্যমে মাঠে নেমেছে দলটি। বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক স¤পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও তিনবারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনই এবার দলের মূল ভরসা। বিদ্রোহী প্রার্থী সংকট কাটতেই নির্বাচনী সমীকরণ স্পষ্টভাবে তার অনুকূলে ঝুঁকছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নির্বাচনী মাঠে তার বড় বাধা ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। তবে এখন আর কোনো বাধা নেই। দলের চেয়ারম্যান তারেক রহমানের মধ্যস্থতায় তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এর ফলে দলীয় ঐক্য ফিরে এসেছে, সবাই একসঙ্গে ধানের শীষের পক্ষে কাজ করছেন। ফলে পুরো নির্বাচনী মাঠই এখন বিএনপির অনুকূলে। স্থানীয় ভোটারদের মতে, কলিম উদ্দিন আহমেদ মিলন একজন ক্লিন ইমেজের, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। অতীতের অভিজ্ঞতা ও ব্যক্তিগত রাজনৈতিক কৌশল কাজে লাগিয়ে তিনি ছাতক ও দোয়ারাবাজারের কাক্সিক্ষত উন্নয়ন সাধনে ভূমিকা রাখবেন - এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও স্থানীয় ভোটার মো. নজরুল ইসলাম বলেন, মিলন ভাই মাঠে থাকলে গরিব মানুষের দোরগোড়ায় সহায়তা পৌঁছে যায়। তিনি এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী। তার মাধ্যমে কখনো কারও ক্ষতির আশঙ্কা নেই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ ধানের শীষেই ভোট দেবেন। স্থানীয় ভোটার আজাদ মিয়া বলেন, নির্বাচনী মাঠে মিলন ছাড়া আর কাউকে যোগ্য মনে হচ্ছে না। প্রথম ধাক্কাতেই অন্যরা প্রায় হাল ছেড়ে দিয়েছেন। আমরা যাই বলা হোক, ধানের শীষেই ভোট দেবো। কৃষক মুজিবুর রহমান বলেন, অনেক নির্বাচনে ভোট দিতে পারিনি। কিন্তু এবার শান্তিপূর্ণভাবে ধানের শীষে ভোট দিতে পারবো বলে বিশ্বাস করি। এবার মনে হচ্ছে ধানের শীষের সময় এসেছে। তিনি আরও বলেন, প্রার্থী কয়জন তাও ঠিক জানি না। শুধু শুনেছি জামায়াতের একজন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। ব্যবসায়ী আলাল মিয়া বলেন, চারজন প্রার্থীর মধ্যে কলিম উদ্দিন মিলনই সেরা। জামায়াতের প্রার্থী কিছুটা প্রচারণায় আছে, তার নারী সমর্থকরা বাড়ি বাড়ি যাচ্ছেন। বাকি প্রার্থীদের মাঠে তেমন দেখা যাচ্ছে না। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে এবং কলিম উদ্দিন মিলন নির্বাচিত হলে তিনি মন্ত্রী হবেন - এটাই আমাদের বিশ্বাস। তখন ছাতক ও দোয়ারাবাজারের ব্যাপক উন্নয়ন হবে। ছাতক শহরের বয়োবৃদ্ধ ভোটার তেরাব আলী বলেন, বিএনপি ও জামায়াত - এই দুই প্রার্থীর নামই মূলত শুনেছি। আমি বিএনপির প্রার্থীকে ভোট দিতে আগ্রহী। বিশ্বাস করি, তিনিই এ নির্বাচনে বিজয়ী হবেন। সব মিলিয়ে, সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স