ধর্মপাশায় মিলাদ ও দোয়া মাহফিল
- আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৯:৫৭:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৯:৫৭:৫৮ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধর্মপাশা উপজেলা সদরের পূর্ববাজারে বৃহ¯পতিবার বিকাল তিনটার দিকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এই আয়োজন করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক এস.এম রহমত, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, ধর্মপাশা
উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ স¤পাদক মিলন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূরুল আমিন, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ স¤পাদক আবুল কাশেম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সারোয়ার প্রমুখ। মিলাদ মাহফিলে মোনাজাত পড়ান জমিয়তে উলামায়ে ইসলামের ধর্মপাশা উপজেলা শাখার সাধারণ স¤পাদক মুফতি আবুল বাশার।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি