ছাতকে ধানের চারা রোপণ যন্ত্র বিতরণ
- আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ ও ধানের চারা রোপণ যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থবছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্টেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় সত্তর শতাংশ ভর্তুকি মূল্য কৃষক গ্রুপের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বা ধান রোপণ যন্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, মিল্লাত হোসেন, শুভাশীষ শেখর দাশ, আশরাফুল আলম, সুয়েব মাহমুদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি