দিরাইয়ে ঈদে মিলাদুন্নবী পালিত
- আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:১২:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:১২:০৩ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমেদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন টুক দিরাই মাদ্রাসার মুহতামিম মাওলানা সাদিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক আব্দুর রশিদ চৌধুরী, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা মুক্তার হোসেন চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইমরান হোসাইন, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, প্রেসক্লাব সদস্য উবায়দুল হক, মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ