মধ্যনগরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৯:২০:১৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৯:২০:১৪ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের সড়ক থেকে শনিবার বিকেলে সোহাগ মিয়া (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ছাত্রলীগের মধ্যনগর থানা শাখার সাংগঠনিক স¤পাদক পদে রয়েছেন।
মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলাম বলেন, ২০২৪ সালের ২৭নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে মধ্যনগর থানায় একটি মামলা হয়। এই মামলায় তদন্তেপ্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলার চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের মধ্যনগর থানা শাখার সাংগঠনিক স¤পাদক সোহাগ মিয়াকে নিজ গ্রামের সড়ক থেকে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি