সুনামগঞ্জ-সিলেট সড়ক
ট্রাক চাপায় পথচারী নিহত
- আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতকে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। থানা পুলিশ সুত্রে জানাগেছে সুনামগঞ্জগামী একটি ডিআই ট্রাক (সিলেট মেট্রো ন-১১-০৮৪২) পথচারী মো. রজব আলীকে (৫০) চাপা দিলে গুরুতর আহত হন তিনি। আহত মো. রজব আলীকে জাউয়াবাজার তদন্তকেন্দ্রের পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মো. রজব আলী চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের আরজুমন্দ আলীর পুত্র। পুলিশ ট্রাক ও এর চালক লায়েক আহমেদ (২৫)কে আটক করেছে। সে সোনাপুর গ্রামের সুন্দর আলীর পুত্র।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি