সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬ , ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ গাছ কাটার জরিমানা লাখ টাকা, পেরেক মারলে ২০ হাজার বিদেশ-ফেরত নারী ও শিশু অভিবাসীর অধিকার বিষয়ে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত ভোটাররা জানে না ‘গণভোট’ কি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : নাছির চৌধুরী ফসলরক্ষা বাঁধের কাজে ধীরগতি, ৩০০ প্রকল্পে এখনও শুরু হয়নি কাজ ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক পুত্রের মুক্তি দাবিতে পিতার সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষকদলের আবেদন বাঁধের কাজে বিলম্বে উদ্বেগ, আন্দোলনের হুঁশিয়ারি জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গ্রিনল্যান্ড আমাদের লাগবেই : ট্রাম্প সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম ভূমিকম্পে কাঁপলো সিলেট প্রার্থীদের হলফনামায় দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান নিরাপদ সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন শান্তিগঞ্জে উদ্বোধনেই সীমাবদ্ধ ফসলরক্ষা বাঁধের কাজ লাফার্জ হোলসিম কোম্পানির শব্দদূষণ কনভেয়ার বেল্টের শব্দে অতিষ্ঠ ১০ গ্রামের মানুষ

লাফার্জের কনভেয়ার বেল্টের শব্দে অতিষ্ঠ ১০ গ্রামের মানুষ, শব্দ দূষণ রোধে ব্যবস্থা নিন

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৯:২১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৯:২১:৩৪ পূর্বাহ্ন
লাফার্জের কনভেয়ার বেল্টের শব্দে অতিষ্ঠ ১০ গ্রামের মানুষ, শব্দ দূষণ রোধে ব্যবস্থা নিন
উন্নয়ন কি মানুষের জীবনকে স্বস্তিদায়ক করবে, নাকি তাকে নীরব যন্ত্রণার কারাগারে বন্দি করবে - এই মৌলিক প্রশ্নের মুখোমুখি আজ দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম। বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান লাফার্জহোলসিম (সুরমা সিমেন্ট) কারখানার ১৭ কিলোমিটার দীর্ঘ কনভেয়ার বেল্ট এখন এসব গ্রামের মানুষের কাছে উন্নয়নের প্রতীক নয়, বরং এক অবিরাম শব্দসন্ত্রাসের নাম। মেঘালয় থেকে চুনাপাথর পরিবহনের জন্য ব্যবহৃত এই কনভেয়ার বেল্টের শব্দে কালাপশী, শ্যামারগাঁও, রগারপাড়, তেরাপুর, উত্তর নেতরছই, চারওয়াদ্দী, শ্রীপুর, পূর্ব ঘিলাতলীসহ বিস্তীর্ণ জনপদ প্রকম্পিত। স্বাভাবিক কথা বলা যেখানে অসম্ভব হয়ে পড়ে, সেখানে সুস্থ জীবনযাপন কেবল কল্পনামাত্র। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী আবাসিক এলাকায় নির্ধারিত শব্দমাত্রা অতিক্রম করা শাস্তিযোগ্য অপরাধ। অথচ বছরের পর বছর ধরে এই কনভেয়ার বেল্ট কার্যকর কোনো শব্দরোধী ব্যবস্থা ছাড়াই চলছে - যা শুধু আইন লঙ্ঘন নয়, বরং জনস্বাস্থ্যের ওপর এক ভয়াবহ আঘাত। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ৬০ ডেসিবেলের বেশি শব্দে বসবাস করলে শ্রবণশক্তি হ্রাস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অনিদ্রা ও মানসিক চাপ অনিবার্য। দোয়ারাবাজারের এই গ্রামগুলোতে আজ এসব রোগ যেন নিত্যসঙ্গী। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- এই শব্দদূষণের মারাত্মক প্রভাব পড়ছে শিশুদের ওপর। স্কুলে পাঠদান ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীরা মনোযোগ হারাচ্ছে, ঘরে বসে পড়াশোনা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। একটি প্রজন্ম ধীরে ধীরে মানসিক ও শারীরিক ক্ষতির দিকে ধাবিত হচ্ছে - যাকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যথার্থই ‘সাইলেন্ট হেলথ ডিজাস্টার’ বলে আখ্যায়িত করছেন। লাফার্জহোলসিম একটি আন্তর্জাতিক মানের শিল্পপ্রতিষ্ঠান। করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) নিয়ে তাদের বক্তব্য ও প্রচারণা নেহাত কম নয়। কিন্তু প্রশ্ন হলো- যেখানে একটি শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রমে ১০টি গ্রামের মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার, সেখানে সেই দায়বদ্ধতা কতটা বাস্তব? উন্নয়ন কখনোই মানুষের কণ্ঠ রোধ করে, কানের পর্দা ফাটিয়ে কিংবা ঘুম কেড়ে নিয়ে হতে পারে না। ইতিবাচক দিক হলো, জেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে এবং লাফার্জ কর্তৃপক্ষ নতুন বেল্ট ও শব্দরোধী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। তবে অতীত অভিজ্ঞতা বলে- আশ্বাস নয়, প্রয়োজন দ্রুত দৃশ্যমান ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আংশিক শব্দরোধ নয়, পুরো কনভেয়ার লাইনের জন্য আন্তর্জাতিক মানের সাউন্ড ইনসুলেশন, আধুনিক সাইলেন্সার ও নিয়মিত পরিবেশগত মনিটরিং এখন সময়ের দাবি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য নিয়মিত ফ্রি মেডিকেল ক্যা¤প, দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তা এবং ক্ষতিপূরণমূলক সামাজিক উদ্যোগ গ্রহণ করা উচিত। কারণ শিল্পের মুনাফা যদি মানুষের মৌলিক অধিকার- শান্তিতে বসবাসের অধিকার হরণ করে, তবে সেই উন্নয়ন আর উন্নয়ন থাকে না। দোয়ারাবাজারের ১০ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস আজ শুধু একটি এলাকার নয়, এটি গোটা দেশের জন্য এক সতর্কবার্তা। উন্নয়নের নামে জনজীবন বিপর্যস্ত হলে তা সামাজিক অসন্তোষের জন্ম দেয় - যা কোনোভাবেই কাম্য নয়। এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে এই নীরবতা ভবিষ্যতে বড় ধরনের সামাজিক বিস্ফোরণে রূপ নিতে পারে। প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও লাফার্জ কর্তৃপক্ষের কাছে সময় এসেছে প্রমাণ করার- উন্নয়ন মানে কেবল কারখানা নয়, উন্নয়ন মানে মানুষের সুস্থ ও সম্মানজনক জীবন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গাছ কাটার জরিমানা লাখ টাকা, পেরেক মারলে ২০ হাজার

গাছ কাটার জরিমানা লাখ টাকা, পেরেক মারলে ২০ হাজার