স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর থেকে মাদক মামলায় দুই বছরের দন্ড-প্রাপ্ত আসামি মাসুক মিয়াকে এবার ৮৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুরের সলুকবাদ ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান চালায় র্যাবের টহল দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পালিয়ে গেলেও ইয়াবাসহ একই উপজেলার হালাবাদি গ্রামের মাসুক মিয়া র্যাবের হাতে আটক হয়। এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগেও মাসুক মাদক আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত দন্ডিত বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
