অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ-এর মাতৃবিয়োগ
- আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৯:০৩:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৯:০৩:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ-এর মাতা মোছাম্মৎ আলেকুন নেছা আর বেঁচে নেই। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা ২০মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এদিকে, সুনামগঞ্জ জেলা জাসাস-এর আহবায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ ও সুনামগঞ্জ পৌরসভা কৃষক দলের সভাপতি রুমেন আহমেদ-এর মাতা মোছাম্মৎ আলিকুন নেছা’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ -৪ ( সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল। এক শোকবার্তায় তিনি বলেন, সুনামগঞ্জ জেলা জাসাস-এর আহবায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ ও সুনামগঞ্জ পৌরসভা কৃষক দলের সভাপতি রুমেন আহমেদ-এর মাতা মোছাম্মৎ আলিকুন নেছা’র মৃত্যুতে আমরা বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক, সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ