শান্তিগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা
- আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৮:৫৯:১৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৮:৫৯:১৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের হাসার বিলসংলগ্ন সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের কাকিয়ারপাড় (নোয়াগাঁও) গ্রামের আব্দুর রহমানের পুত্র নুরুল হক নুরু।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে এবং শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় দেখার হাওরের হাসার বিলের পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে নুরুল হক নুরুকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৪ ধারায় ২ লাখ টাকা অর্থদ- প্রদান করা হয় এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও সরকারি স¤পদ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি