সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬ , ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া পুত্রের মুক্তি দাবিতে পিতার সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষকদলের আবেদন বাঁধের কাজে বিলম্বে উদ্বেগ, আন্দোলনের হুঁশিয়ারি জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গ্রিনল্যান্ড আমাদের লাগবেই : ট্রাম্প সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম ভূমিকম্পে কাঁপলো সিলেট প্রার্থীদের হলফনামায় দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান নিরাপদ সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন শান্তিগঞ্জে উদ্বোধনেই সীমাবদ্ধ ফসলরক্ষা বাঁধের কাজ লাফার্জ হোলসিম কোম্পানির শব্দদূষণ কনভেয়ার বেল্টের শব্দে অতিষ্ঠ ১০ গ্রামের মানুষ লঞ্চঘাটে দখলমুক্ত সরকারি ভূমি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা জামালগঞ্জে ডেভিল হান্ট (ফেইজ-২) অভিযানে গ্রেফতার ২ শাল্লায় ১২৪টি প্রকল্পে কোনো অগ্রগতি নেই সরকারি সার বিক্রি হচ্ছে কালোবাজারে নিয়ম রক্ষার উদ্বোধন, ২০ দিনেও শুরু হয়নি কাজ শান্তিগঞ্জে ‘হাওর বাঁচাও আন্দোলন’ উপজেলা কমিটির অভিষেক সাংবাদিকতায় চার দশক পূর্তিতে আকরাম উদ্দিনকে সংবর্ধনা

জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০১:২৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০১:২৬:৪৮ অপরাহ্ন
জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোবায়েজীদ বিন ওয়াহিদ:: ‎
সুনামগঞ্জের জামালগঞ্জে “রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হয়েছে। ‎
হাজী সাদেক আলী ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাচনা বাজার দারুল উলুম হাফিজিয়া আরাবিয়া সাচনা বাজার মাদ্রাসা প্রাঙ্গণে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপজেলার ২৭টি কওমী মাদ্রাসার ১৯৫ জন পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ‎
এতদিন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকা মেধাবৃত্তি পরীক্ষার চিরাচরিত ধারণা পাল্টে দিয়ে এবার এই প্রথম উপজেলায় মাদ্রাসা শিক্ষাঙ্গনে এ ধরনের স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, এই আয়োজনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের নতুন দুয়ার উন্মোচিত হবে। একই সঙ্গে এটি জামালগঞ্জের শিক্ষা বিস্তার ইতিহাসে একটি স্মরণীয় ও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ‎
এ বিষয়ে স্থানীয় এক অভিভাবক বলেন, ‎“আমরা কখনো কল্পনাও করিনি মাদ্রাসায় এমন মেধাবৃত্তি পরীক্ষা হবে। এতে আমাদের সন্তানরা পড়াশোনায় আরও আগ্রহী হবে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ‎আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‎শিক্ষার্থীদের মাঝে মেধা ও জ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি এবং শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এ উদ্যোগ জামালগঞ্জের অন্যান্য মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়বে এবং একটি মেধাভিত্তিক সমাজ গঠনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হাজী সাদেক আলী ফাউন্ডেশন। ‎
এসময় রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরিক্ষার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, মাওলানা এখলাছুর রহমান, পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন, মাওলানা লুৎফুর রহমান, সহকারী নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন, মাওলানা মফিজুর রহমান, মাওলানা আলী আকবর, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আলতাফুর রহমান, মাওলানা তৌহিদুল ইসলাম ও  মাওলানা মাছরুফ আহমদ। ‎
এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরীক্ষাটি নকলমুক্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, আগামী ৮ জানুয়ারি বৃত্তিপ্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীকে মোট ১লক্ষ ৩৮ হাজার টাকার বৃত্তি, সম্মাননা স্বারক ও ক্রেস্ট প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স