সুনামগঞ্জ , বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ , ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া পুত্রের মুক্তি দাবিতে পিতার সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষকদলের আবেদন বাঁধের কাজে বিলম্বে উদ্বেগ, আন্দোলনের হুঁশিয়ারি জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গ্রিনল্যান্ড আমাদের লাগবেই : ট্রাম্প সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম ভূমিকম্পে কাঁপলো সিলেট প্রার্থীদের হলফনামায় দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান নিরাপদ সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন শান্তিগঞ্জে উদ্বোধনেই সীমাবদ্ধ ফসলরক্ষা বাঁধের কাজ লাফার্জ হোলসিম কোম্পানির শব্দদূষণ কনভেয়ার বেল্টের শব্দে অতিষ্ঠ ১০ গ্রামের মানুষ লঞ্চঘাটে দখলমুক্ত সরকারি ভূমি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা জামালগঞ্জে ডেভিল হান্ট (ফেইজ-২) অভিযানে গ্রেফতার ২ শাল্লায় ১২৪টি প্রকল্পে কোনো অগ্রগতি নেই সরকারি সার বিক্রি হচ্ছে কালোবাজারে নিয়ম রক্ষার উদ্বোধন, ২০ দিনেও শুরু হয়নি কাজ শান্তিগঞ্জে ‘হাওর বাঁচাও আন্দোলন’ উপজেলা কমিটির অভিষেক সাংবাদিকতায় চার দশক পূর্তিতে আকরাম উদ্দিনকে সংবর্ধনা

সরকারি সার কালোবাজারে বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নিন

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ১২:৫০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ১২:৫০:৩১ পূর্বাহ্ন
সরকারি সার কালোবাজারে বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নিন
হাওরাঞ্চলের বোরো মৌসুম মানেই সময়ের সঙ্গে লড়াই। আগাম বন্যার ঝুঁকি মাথায় নিয়ে সুনামগঞ্জের কৃষকরা যখন মাঠে নামেন, তখন তাদের সবচেয়ে বড় ভরসা সরকারি ভর্তুকির সার ও বীজ। অথচ দুঃখজনক বাস্তবতা হলো- এই মৌসুমেই সেই সরকারি সারই কৃষকের নাগালের বাইরে চলে যাচ্ছে, আর লাভবান হচ্ছে একটি অসাধু সিন্ডিকেট। সুনামকণ্ঠের প্রতিবেদনে উঠে এসেছে, সুনামগঞ্জের শাল্লাসহ একাধিক দুর্গম উপজেলার ডিলাররা সরকারি বরাদ্দের সার কৃষকের হাতে না পৌঁছে দিয়ে কালোবাজারে বিক্রি করছেন। অভিযোগ আরও ভয়াবহ - এই প্রক্রিয়ায় জড়িয়ে পড়েছে বিএডিসি (সার) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিছু দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী। সার গুদামজাত না করে সরাসরি নৌকা ও ট্রাকে তুলে বাইরে বিক্রি করার দৃশ্য প্রশাসনের চোখের সামনেই ঘটছে - এটি কেবল অনিয়ম নয়, এটি একটি সুসংগঠিত লুটপাট। পরিসংখ্যান বলছে, চলতি বোরো মৌসুমে জেলায় দুই লাখের বেশি কৃষক পরিবার ধান চাষে যুক্ত। অথচ ডিসেম্বর ও জানুয়ারির হাজার হাজার টন সার ঘাটে পড়ে থাকলেও মাঠপর্যায়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। ফলে কৃষকরা বাধ্য হচ্ছেন নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সার কিনতে। এতে উৎপাদন খরচ বাড়ছে, কৃষক নিঃস্ব হচ্ছেন, আর খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- এই অনিয়ম নতুন নয়। বছরের পর বছর ধরে একই অভিযোগ উঠছে, একই এলাকায় একই সিন্ডিকেট সক্রিয় থাকছে। মাঝেমধ্যে শোকজ, তদন্ত বা তলবের খবর শোনা গেলেও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। “শ্রমিক সংকট” বা “ম্যানেজমেন্ট সমস্যা” - এই অজুহাতগুলো এখন আর গ্রহণযোগ্য নয়, যখন কৃষক সার না পেয়ে মাঠে কান্না করছেন। হাওর বাঁচাও আন্দোলন, জনপ্রতিনিধি ও কৃষক নেতারা যে অভিযোগ তুলেছেন, তা স্পষ্ট করে দেয়- এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির চিত্র। সরকারি সার যদি ঘাট থেকেই কালোবাজারে চলে যায়, তবে মাঠপর্যায়ে নজরদারি বা কাগজে-কলমে হিসাব রক্ষার কোনো মূল্য থাকে না। এই পরিস্থিতিতে আমরা মনে করি, কেবল ডিলারশিপ বাতিল বা বিভাগীয় শাস্তি যথেষ্ট নয়। অবিলম্বে সার উত্তোলন, পরিবহন ও বিতরণ প্রক্রিয়ায় ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করতে হবে, ঘাট ও গুদামে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে, অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারী ও ডিলারদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ করতে হবে, কৃষক পর্যায়ে সার প্রাপ্তির তথ্য ইউনিয়নভিত্তিক প্রকাশ্য তালিকা আকারে প্রকাশ করতে হবে। হাওরের কৃষক বাঁচলে দেশ বাঁচবে - এটি কোনো স্লোগান নয়, এটি বাস্তবতা। সরকারি সার যদি সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে থাকে, তবে তার দায় রাষ্ট্রকেই নিতে হবে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে আগামী দিনে এই সংকট আরও গভীর হবে, যার খেসারত দিতে হবে পুরো দেশকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স