স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে ডেভিল হান্ট (ফেইজ-২) অভিযানের নিয়মিত মামলায় দুইজন ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পুলিশের একটি দল ডেভিল হান্ট (ফেইজ-২) অপারেশনের অংশ হিসেবে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের মোমিনপুর গ্রামের মৃত নবী হোসেনের ছেলে মো. লিয়াকত আলী (৪৩) ও একই ইউনিয়নের মোঃ ভুজলু রহমানের ছেলে মো. আলী নূর (৪৩) কে গ্রেফতার করে। তাদের একজন ১নং ওয়ার্ড আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও অপরজন সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এছাড়াও ফেনারবাঁক ইউনিয়নের মৃত আফিজ আলীর ছেলে আব্দুল মালেককে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বন্দে আলী জানান, ডেভিল হান্টে দুইজনকে ও নিয়মিত মামলায় ১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডেভিল হান্ট অপারেশন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে ডেভিল হান্ট অভিযানে ২ জনসহ ৩ গ্রেফতার
- আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৯:৪২:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৯:৫৭:৪০ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ