শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমার সভাপতিত্বে ও পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ও সাংবাদিক আবু সাঈদ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সুমেল আহমদ, সমাজসেবা বিভাগের সেবাগ্রহীতা নিখিল বাবু, পাগলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন এবং হাজী আক্রম আলী এতিমখানা ও হাজী আস্তুরা এন্ড জয়তারা মজিদ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ হাফিজুর রহমান আবু হানিফা।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক জামিউল ইসলাম তুরান, উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা হিল্লোল পুরকায়স্থসহ বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীরা।
বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও কার্যকর ও মানবিক করতে নবীন-প্রবীণদের অভিজ্ঞতা বিনিময় এবং পার¯পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
