সুনামগঞ্জ , বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ , ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া পুত্রের মুক্তি দাবিতে পিতার সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষকদলের আবেদন বাঁধের কাজে বিলম্বে উদ্বেগ, আন্দোলনের হুঁশিয়ারি জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গ্রিনল্যান্ড আমাদের লাগবেই : ট্রাম্প সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম ভূমিকম্পে কাঁপলো সিলেট প্রার্থীদের হলফনামায় দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান নিরাপদ সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন শান্তিগঞ্জে উদ্বোধনেই সীমাবদ্ধ ফসলরক্ষা বাঁধের কাজ লাফার্জ হোলসিম কোম্পানির শব্দদূষণ কনভেয়ার বেল্টের শব্দে অতিষ্ঠ ১০ গ্রামের মানুষ লঞ্চঘাটে দখলমুক্ত সরকারি ভূমি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা জামালগঞ্জে ডেভিল হান্ট (ফেইজ-২) অভিযানে গ্রেফতার ২ শাল্লায় ১২৪টি প্রকল্পে কোনো অগ্রগতি নেই সরকারি সার বিক্রি হচ্ছে কালোবাজারে নিয়ম রক্ষার উদ্বোধন, ২০ দিনেও শুরু হয়নি কাজ শান্তিগঞ্জে ‘হাওর বাঁচাও আন্দোলন’ উপজেলা কমিটির অভিষেক সাংবাদিকতায় চার দশক পূর্তিতে আকরাম উদ্দিনকে সংবর্ধনা
সুনামগঞ্জ-২

শিশির মনিরের চেয়ে আয়, সম্পদ ও নগদ টাকা বেশি স্ত্রীর

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৮:৫৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৮:৫৬:০০ পূর্বাহ্ন
শিশির মনিরের চেয়ে আয়, সম্পদ ও নগদ টাকা বেশি স্ত্রীর
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট শিশির মনির ও তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রহমানের আয়, সম্পদ অন্য সকল প্রার্থীর চেয়েও বেশি। এমনকি প্রার্থী শিশির মনিরের চেয়ে তার স্ত্রীর আয়, ব্যাংক ব্যালেন্স, নগদ অর্থ ও সম্পদের পরিমাণও অনেক বেশি। নির্বাচনী হলফনামায় তিনি নির্ভরশীলদের তালিকায় স্ত্রী সুমাইয়া সাদিয়া রহমানের নাম উল্লেখ করেছেন। জামায়াতের আলোচিত এই প্রার্থীর নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের সন্তান শিশির মনির একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন। এই আসনে সুরঞ্জিত সেনগুপ্ত ও তার স্ত্রী জয়া সেনগুপ্তা প্রায় চার দশক নির্বাচিত এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর দাখিলকৃত নির্বাচনী হলফনামায় শিশির মনির উল্লেখ করেন, দেশের ভিতরে তার বার্ষিক আয় ৫১ লক্ষ ৬৩ হাজার ৪০৭ টাকা। দেশের ভিতরে স্ত্রী বা নির্ভরশীলের বাৎসরিক আয় ৩ লক্ষ ৭৭ হাজার ৮৩৮ টাকা। নির্ভরশীল স্ত্রীর চাকরি থেকে বার্ষিক আয় ৬৪ লাখ ৬২ হাজার ৪৩২ টাকা। অন্যান্য উৎস থেকে শিশির মনিরের বার্ষিক আয় ৯৬ হাজার ৫৯৩ টাকা। অন্যান্য উৎস থেকে স্ত্রীর আয় ২০ লাখ ৮৭ হাজার ২৪৫ টাকা। শিশির মনির তার অস্থাবর সম্পদের মূল্য উল্লেখ করেছেন ৫১ লাখ ৪ হাজার ৩০৪ টাকা এবং স্থাবর সম্পদের মূল্য ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৪২০ টাকা। হলফনামায় দেখা গেছে জামায়াত প্রার্থী শিশির মনিরের হাতে নগদ টাকা আছে ৯ লাখ ৫২ হাজার ৪ টাকা আর স্ত্রীর নগদ টাকা আছে ৯ লাখ ৯৪ হাজার ৫৬৫ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রার্থীর আছে মাত্র ২৩শ টাকা আর স্ত্রীর আছে ৩৮ লাখ ২৬ হাজার ৩১৭ টাকা। হলফনামায় দেখা গেছে প্রার্থীর নিজের নামে তার কোনও সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত নেই। তবে স্ত্রীর নামে আছে ৯১ লক্ষ ৯০ হাজার ৫৯৫ টাকার আমানত। তার নিজের ৩৭ লাখ ৫০ হাজার টাকার পরিবহন আছে আর স্ত্রীর পরিবহন আছে ৪৩ লাখ ২৫ হাজার টাকার। নিজের উপহারের সোনা আছে ২৫ ভরি এবং স্ত্রীর আছে ৫ লাখ টাকার স্বর্ণ। তার নিজের ৪ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য ও স্ত্রীর ৭ লাখ ২০ হাজার ৪০০ টাকার পণ্য আছে। শিশির মনিরের অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৫১ লক্ষ ৪ হাজার ৩০৪ টাকা। তবে তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৯৫ লক্ষ ৬০ হাজার ৮৪৩ টাকার। নিজের স্থাবর সম্পত্তি মূল্য ১ কোটি ৮১ লক্ষ ৮৭ হাজার ৪২০ টাকা। স্ত্রীর স্থাবর সম্পত্তির বিষয়টি উল্লেখ উল্লেখ নেই। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তিনি তার আইন পেশা থেকে ২০ লাখ টাকা সম্ভাব্য ব্যয় করবেন এবং জামায়াতে ইসলামী ১০ লাখ ৬০ হাজার টাকা অনুদান দিবে বলে উল্লেখ করেছেন। এছাড়াও সর্বশেষ ২০২৫-২০২৬ অর্থ বছরে আয়কর রিটার্নের জমা বিবরণে তিনি উল্লেখ করেছেন, তার প্রদর্শিত আয়ের পরিমাণ ৫২ লাখ ৬০ হাজার টাকা, মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ১২ লক্ষ ১২ হাজার ৬১১ টাকা। তিনি সরকারকে আয়কর দিয়েছেন ১১ লাখ ৪৩ হাজার টাকা। আর স্ত্রী সুমাইয়া সাদিয়া রহমান একই অর্থ বছরে তার প্রদর্শিত আয়ের পরিমাণ দেখিয়েছেন ৮৯ লাখ ২৭ হাজার ৫১৫ টাকা। তার সম্পদের পরিমাণ ৩ কোটি ৭৭ লক্ষ ৪৮ হাজার ২৬৩ টাকা। তিনি আয়কর দিয়েছেন ১৯ লক্ষ ৮২ হাজার ৪৪২ টাকা। এদিকে এই আসনে বিএনপির প্রাথমিক দলীয় মনোনয়ন পেয়েছেন দুজন প্রার্থী। সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও সাবেক ছাত্রদল নেতা তাহির রায়হান চৌধুরী পাভেল সম্পদ ও আয়ে শিশির মনিরের চেয়ে অনেক পিছিয়ে আছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর কৃষিখাত থেকে বাৎসরিক আয় ৪ লাখ টাকা। তার হাতে নগদ টাকা আছে ১০ লাখ টাকা। ব্যাংকে আছে মাত্র ১৪ হাজার ৫শ টাকা। নিজের কোনও স্বর্ণ নেই, তবে স্ত্রীর আছে ৫ ভরি স্বর্ণ। নিজের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ লক্ষ টাকা এবং স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে কৃষি জমি নিজ নামে ৩ একর এবং যৌথ ১০ একর রয়েছে। অপর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী তাহির রায়হান চৌধুরী পাভেলের বাৎসরিক আয় কৃষি থেকে ৩ লাখ ২ হাজার ৪০০ টাকা। নগদ অর্থ আছে ১ লাখ ৭৪ হাজার ৫৭৯ টাকা। ব্যংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৩৪ লাখ ৮ হাজার ৮৯২ টাকা। নিজের আছে ২০ ভরি স্বর্ণ। তার অস্থাবর সম্পত্তির মূল্য ৫০ লাখ ৩৩ হাজার ৪৭১ টাকা। স্থাবর সম্পত্তির মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা। এই আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী এডভোকেট নিরঞ্জন দাস, স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব, খেলাফত মজলিস প্রার্থী শাখাওয়াত হোসেন মোহন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা শোয়াইব আহমদ মনোনয়ন জমা দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স