সুনামগঞ্জ , বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ , ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া পুত্রের মুক্তি দাবিতে পিতার সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষকদলের আবেদন বাঁধের কাজে বিলম্বে উদ্বেগ, আন্দোলনের হুঁশিয়ারি জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গ্রিনল্যান্ড আমাদের লাগবেই : ট্রাম্প সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম ভূমিকম্পে কাঁপলো সিলেট প্রার্থীদের হলফনামায় দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান নিরাপদ সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন শান্তিগঞ্জে উদ্বোধনেই সীমাবদ্ধ ফসলরক্ষা বাঁধের কাজ লাফার্জ হোলসিম কোম্পানির শব্দদূষণ কনভেয়ার বেল্টের শব্দে অতিষ্ঠ ১০ গ্রামের মানুষ লঞ্চঘাটে দখলমুক্ত সরকারি ভূমি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা জামালগঞ্জে ডেভিল হান্ট (ফেইজ-২) অভিযানে গ্রেফতার ২ শাল্লায় ১২৪টি প্রকল্পে কোনো অগ্রগতি নেই সরকারি সার বিক্রি হচ্ছে কালোবাজারে নিয়ম রক্ষার উদ্বোধন, ২০ দিনেও শুরু হয়নি কাজ শান্তিগঞ্জে ‘হাওর বাঁচাও আন্দোলন’ উপজেলা কমিটির অভিষেক সাংবাদিকতায় চার দশক পূর্তিতে আকরাম উদ্দিনকে সংবর্ধনা

ভোটের মাঠে আত্মবিশ্বাসী বিএনপি

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:৩৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৯:৩৪:৪০ পূর্বাহ্ন
ভোটের মাঠে আত্মবিশ্বাসী বিএনপি
সুনামকণ্ঠ ডেস্ক ::
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরায় উজ্জীবিত হয়ে উঠেছিলেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা। কিন্তু সপ্তাহ না ঘুরতেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তাঁরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচ দিনের ব্যবধানে এমন দুই ঘটনা দেখল বিএনপি। বিএনপির নেতারা বলছেন, এই ঘটনায় দেশবাসীর মনে সৃষ্ট আবেগ ও সমর্থন দলকে অনেক এগিয়ে দিয়েছে। রাজনীতি ও ভোটের মাঠে এখন আগের যেকোনো সময়ের তুলনায় দল বেশি আত্মবিশ্বাসী। তাই আসন্ন জাতীয় নির্বাচনে জয়ের বিকল্প কিছু দেখছেন না দলটির নীতিনির্ধারকেরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহ¯পতিবার সাংবাদিকদের বলেন, দেশের মানুষ দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে বলে আমি মনে করি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি আরও বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করবে। তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা। যুক্তরাজ্যে নির্বাসন জীবনের ইতি ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার দেশে ফেরার মধ্য দিয়ে নতুন করে উজ্জীবিত হন দলের নেতা-কর্মীরা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে ঘিরে দলের চলমান প্রচার পায় নতুন গতি। ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সশরীরে তারেক রহমানের নেতৃত্ব আর খালেদা জিয়ার বিদায়ের শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে বিজয়ী হতে দলের নেতা-কর্মীরা বদ্ধপরিকর। দলীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি, গণসংযোগ ও প্রচার চলছে দীর্ঘদিন থেকে। মাঠের রাজনীতিতে দৃশ্যমান উপস্থিতি বাড়ানো, জনস¤পৃক্ত কর্মসূচি এবং আবেগঘন রাজনৈতিক বার্তা প্রচারের পাশাপাশি মানুষের কাছাকাছি পৌঁছানোই এবারের মূল কৌশল। সে অনুযায়ী অনেক আগে থেকেই দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর মধ্যে তাঁর দেশে ফেরা নির্বাচনী প্রচারসহ সব ক্ষেত্রে বিএনপির জন্য একটা ‘টার্নিং পয়েন্ট’। তিনি ফিরে আসার পর তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তারেক রহমান এখন নির্বাচনী বার্তার মূল মুখ। ভার্চুয়াল সভা নয়, কর্মী-সমর্থকদের উদ্দেশে সরাসরি উপস্থিত থেকে দেওয়া তাঁর বক্তব্য বিএনপির প্রচারে নতুন গতি এনেছে। নির্বাচনী প্রস্তুতির কথা জানিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাধিক দায়িত্বশীল নেতা বলেন, এবারের নির্বাচনী প্রচারে বিএনপি কয়েকটি স্তরে কাজ করবে। প্রথমত, তৃণমূল সংগঠনকে পুনরুজ্জীবিত করে ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক গণসংযোগ জোরদার করা হবে। দ্বিতীয়ত, তরুণ ভোটারদের লক্ষ্য করে কর্মসংস্থান, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলাদা বার্তা তৈরি করা হচ্ছে। তৃতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিকল্প মিডিয়ায় সক্রিয় প্রচার চালানো হবে, যেখানে নেতাদের বক্তব্য, মাঠের কর্মসূচি ও জনসমর্থনের চিত্র তুলে ধরা হবে। তাঁরা বলছেন, বিএনপি এবার অতীতের মতো শুধু সমালোচনাভিত্তিক প্রচারে সীমাবদ্ধ থাকবে না। রাষ্ট্র পরিচালনার রূপরেখা, অর্থনীতি পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ ও প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি স্পষ্টভাবে তুলে ধরবে। এভাবেই নির্বাচনী ইশতেহার সাজানো হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ স¤পাদক নাছির উদ্দীন নাছির গণমাধ্যমকে বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) চলে যাওয়ার শোক নিয়ে নেতা-কর্মীরা ভোটের মাঠে ফিরে যাচ্ছেন। দলের মনোনয়ন পাওয়া প্রার্থীদের রাজধানী ছেড়ে দ্রুত এলাকায় যেতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতি নতুন করে সাহস জোগাবে বলে আমি মনে করি। তাকে নেতা-কর্মীরা কাছ থেকে দেখবেন এবং তিনি নির্দেশনা দেবেন। তারেক রহমানের সশরীরে উপস্থিতি এবং বিএনপির চেয়ারপারসনের জানাজায় মানুষের মহাসমুদ্রকে দলটির জন্য বড় রাজনৈতিক শক্তি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, ওই জনসমাগম শুধু শোক নয়, বিএনপির প্রতি জনসমর্থনের একটি নীরব কিন্তু শক্ত বার্তা। তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বের যোগ-বিয়োগের দুই ঘটনা আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। নির্বাচন পর্যন্ত এই আবেগ ও সমর্থন ধরে রাখা সম্ভব হলে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি বড় জয় পাবে। অবশ্য এমন মতের সঙ্গে পুরোপুরি একমত নন বিএনপির অনেক নেতা। তাঁদের মতে, নির্বাচনী প্রচারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফিরে আসা এবং দলের চেয়ারপারসনের মহাপ্রয়াণ নিয়ে জনগণের মধ্যে আবেগ কাজ করছে। তবে এই আবেগের ওপর ভর করে বিএনপি রাজনীতি করবে এমনটা নয়। বিএনপি নিজের রাজনীতি, কর্মপরিকল্পনা, প্রতিশ্রুতি নিয়েই জনগণের কাছে যাবে, ভোট চাইবে। দেশ রক্ষার স্বার্থে জনগণের সামনে বিএনপির বিকল্প আর কিছু নেই। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশকে রক্ষার স্বার্থে বিএনপিকে দেশের মানুষ আগামী দিনে ক্ষমতায় দেখতে চায়। আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তারা একদিকে বিতর্কিত আবার অন্যদিকে জনগণের কাছে সেভাবে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। এদিকে গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন প্রেক্ষাপটে এবারের নির্বাচনে কিছু চ্যালেঞ্জও দেখছেন বিএনপির অনেক নেতা। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন বলেন, নতুন এক প্রেক্ষাপটে হচ্ছে এবারের নির্বাচন। সেখানে এত দিনের চেনা প্রতিপক্ষ নেই। ১৯৯১ সালের পর থেকে বিএনপি যত নির্বাচন করেছে, সেখানে বরাবরই বিএনপির প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। এখন বাস্তবতা ভিন্ন। যারা প্রতিপক্ষ, তাদের সঙ্গে একসময় জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে বিএনপি। আবার ডজনখানেক নতুন রাজনৈতিক দল হয়েছে। এটা একধরনের চ্যালেঞ্জই। বিএনপির আরেক নেতা বলেন, ৫ আগস্টের পর বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা বিঘিœত হয়েছে। নির্বাচনের সময় হারিয়ে যাওয়া এই শৃঙ্খলা ফিরিয়ে আনা তারেক রহমানের সামনে এখন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতেই হবে। তবে সবকিছুর পরও দেশের মানুষ গণমুখী দল হিসেবে এবার বিএনপিকেই বেছে নেবে বলে বিশ্বাস করেন দলটির সর্বস্তরের নেতারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স