স্টাফ রিপোর্টার::
শীতার্ত দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জেলার সীমান্তবর্তী এলাকায় শীতবস্ত্র বিতরণ ও অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা রোধে জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার দুস্থ ও দরিদ্র জনগণের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা
- আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৩:২৩:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৩:৪৩:৪৯ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ