মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী ::
দোয়ারাবাজার উপজেলার দিগন্তজোড়া মাঠ এখন যেন এক বিশাল হলুদের চাদর। যেদিকে চোখ যায়, সেদিকেই সরিষা ফুলের মনকাড়া দৃশ্য। শীতের সকালের নরম রোদে ঝলমল করছে হলদে ফসলের মাঠ, আর সেই হলুদের আভা নতুন প্রাণের স্পন্দন নিয়ে এসেছে স্থানীয় চাষিদের মনে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলি মাঠ এবং হাওর এলাকা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ সরিষা ফুলের সুবাসে মুখরিত। বাতাসে দুলতে থাকা ফুলের সাথে মৌমাছির অবিরাম গুঞ্জন এক নান্দনিক পরিবেশ তৈরি করেছে। কেবল কৃষি উৎপাদনই নয়, এই দৃশ্য এখন প্রকৃতিপ্রেমীদের কাছেও এক অনন্য আকর্ষণে পরিণত হয়েছে। অনেকেই এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন মাঠের ধারে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় দোয়ারাবাজারে সরিষার বাম্পার ফলনের আশা করা হচ্ছে। স্থানীয় চাষিদের চোখে-মুখে এখন কেবলই প্রত্যাশার ছাপ। মাঠের আইলে দাঁড়িয়ে থাকা চাষিরা জানান, সরিষা চাষ যেমন সাশ্রয়ী, তেমনি এটি অল্প সময়ে ঘরে তোলা যায়। বোরো ধান চাষের আগে এই মধ্যবর্তী ফসলটি চাষিদের কাছে বাড়তি আয়ের এক বড় মাধ্যম। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, দোয়ারাবাজারে এ বছর রেকর্ড পরিমাণ জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতি ও সঠিক রোগ দমনের পরামর্শ দিয়ে মাঠ পর্যায়ে সহযোগিতা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের মতে, আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে সরিষার এই ‘হলুদ বিপ্লব’ স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। দোয়ারাবাজারের এই হলুদ রাজ্য কেবল কৃষি সমৃদ্ধির কথা বলে না, বরং তা বাংলার গ্রামীণ শাশ্বত রূপ ও মেহনতি মানুষের স্বপ্নের প্রতিচ্ছবি। প্রকৃতি আর পরিশ্রমের এই মেলবন্ধনে এবার দোয়ারাবাজারের কৃষকদের গোলা ভরে উঠবে সরিষায় - এমনটাই প্রত্যাশা সকলের।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সরিষায় স্বপ্ন বুনছেন চাষিরা
- আপলোড সময় : ০২-০১-২০২৬ ১০:০৫:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০১-২০২৬ ১০:০৭:২৭ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি