দিরাইয়ে ১৫২০ লিটার মদসহ গ্রেফতার ২
- আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৯:৫৭:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৯:৫৭:০৫ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে ১ হাজার ৫২০ লিটার দেশীয় চুলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। বুধবার রাতে দিরাই পৌরশহরের শাল্লা রোডের আবাসিক এলাকা থেকে নিপ্পন সাহা (৩৫) ও উত্তম কুমার সাহা (৫৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি