দিরাইয়ে বই বিতরণ
- আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেছেন, আমাদের সময় বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে বছরের প্রথম দিনে বই দেওয়া হতো না। আমাদের শুধুমাত্র দু-একটি বই দেওয়া হতো, আমরা সিনিয়রদের কাছ থেকে পুরাতন বই সংগ্রহ করতাম। তোমরা এখন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়েছে। আজকের বই প্রাপ্তি তোমাদের লেখা পড়ায় অনুপ্রাণিত করবে। সরকারের সমাজসেবামূলক কাজের উন্নতম একটি কাজ হলো বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই উপহার দেওয়া। তোমরা মন দিয়ে লেখাপড়া করে নিজের উন্নত ভবিষ্যত নিশ্চিত করবে।
বৃহ¯পতিবার সকালে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমির পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক লাল বাঁশী দাস।
উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জিতু মিয়া, আব্দুল কাদির, লাকী সঞ্চরিণী বিশ্বাস, তানজিনা সরকার, রুহেল সরদার, জেসমিন আক্তার, হাদিয়া আক্তার, স্বপ্না রানী দাস প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি