জগন্নাথপুরে সুনামকণ্ঠ’র ১ যুগে পদার্পণ উদযাপিত
- আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
“অন্ধকারের বিরুদ্ধে নিরন্তর” স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুরে দৈনিক সুনামকণ্ঠ’র ১ যুগে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক।
জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠ প্রতিনিধি মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন, সাংবাদিক হুমায়ুন কবির ফরিদী, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, যুবদল নেতা সুহেল হোসাইন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি রুবেল আহমদ খোকন, সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ প্রমুখ।
এতে প্রবীণ মুরব্বি সুন্দর আলী, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো. ছইল মিয়া, সালামত আলী, মৎস্যজীবী নেতা মনোরঞ্জন দাস, সাংবাদিক আমিনুল হক সিপন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের মহিলা সম্পাদক কলি বেগম, সাংবাদিক আলী জহুর, আবদুল মতিন ফুলবাড়ি, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য, জগন্নাথপুর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ইমরান আহমদ জিলানি, মুহি উদ্দিন, রুবান আলী, হাফিজ মুত্তাকিন আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে দোয়া পরিচালনা করেন সাংবাদিক মাওলানা আবদুল ওয়াহিদ।
সভায় বক্তারা বলেন, হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জের মুখপত্র দৈনিক সুনামকণ্ঠ। এ পত্রিকায় হাওরাঞ্চলের খবর অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ হয়ে থাকে। এছাড়া জাতীয় ও স্থানীয় সমস্যা, সম্ভাবনা, ইতিহাস, ঐতিহ্যের খবরও প্রকাশিত হয়। সততা ও নিষ্ঠার সাথে অবিচল থেকে নিয়মিত পত্রিকাটি প্রকাশ করায় সুনামকণ্ঠ পরিবারকে বক্তারা আন্তরিক অভিবাদন জানান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি