সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬ , ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ গাছ কাটার জরিমানা লাখ টাকা, পেরেক মারলে ২০ হাজার বিদেশ-ফেরত নারী ও শিশু অভিবাসীর অধিকার বিষয়ে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত ভোটাররা জানে না ‘গণভোট’ কি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : নাছির চৌধুরী ফসলরক্ষা বাঁধের কাজে ধীরগতি, ৩০০ প্রকল্পে এখনও শুরু হয়নি কাজ ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক পুত্রের মুক্তি দাবিতে পিতার সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষকদলের আবেদন বাঁধের কাজে বিলম্বে উদ্বেগ, আন্দোলনের হুঁশিয়ারি জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গ্রিনল্যান্ড আমাদের লাগবেই : ট্রাম্প সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম ভূমিকম্পে কাঁপলো সিলেট প্রার্থীদের হলফনামায় দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান নিরাপদ সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন শান্তিগঞ্জে উদ্বোধনেই সীমাবদ্ধ ফসলরক্ষা বাঁধের কাজ লাফার্জ হোলসিম কোম্পানির শব্দদূষণ কনভেয়ার বেল্টের শব্দে অতিষ্ঠ ১০ গ্রামের মানুষ

সুনামকণ্ঠ’র পথচলা স্বার্থক হোক, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৯:৩০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৯:৩০:৩৪ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ’র পথচলা স্বার্থক হোক, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস
সুনামগঞ্জ তথা ভাটি অঞ্চলের সাংবাদিকতায় ‘দৈনিক সুনামকণ্ঠ’ ইতিমধ্যেই এক বিশেষ অবদান রাখতে সমর্থ হয়েছে। বিগত বছরগুলির অনেক চড়াই-উৎরাই পার হয়ে পত্রিকাটি আজ প্রকাশনার ১২তম বছরে পদার্পণ করতে সক্ষম হয়েছে। এটা কিন্তু খুব একটা সহজ বিষয় ছিল না। সুনামগঞ্জের মত পিছিয়ে পড়া অনগ্রসর এলাকা যেখানে যোগাযোগ ব্যবস্থা শিল্প-কারখানা, বাণিজ্য বলতে গেলে নেই; সেখানে পত্রিকা নিয়মিত প্রকাশ সত্যিই একটি ব্যতিক্রমী প্রয়াস। প্রতিদিন সকালে যখন এ পত্রিকাটি স্থানীয় ও জাতীয় সংবাদে ভরপুর হয়ে পাঠকের হাতে পৌঁছায় তখন পাঠকের মন আনন্দে ভরে যায়। যদিও এটি একটি জেলাভিত্তিক পত্রিকা তা স্বত্ত্বেও পত্রিকাটিতে জাতীয় গুরুত্বপূর্ণ অনেক খবরও পরিবেশিত হয়। আমি সুনামগঞ্জ ছাড়াও অন্যান্য জেলা শহর থেকে প্রকাশিত পত্রিকাগুলি দেখেছি। আমার ধারণা ‘দৈনিক সুনামকণ্ঠ’ অন্যান্য জেলার পত্রিকাগুলোর চেয়েও অনেকটা অগ্রসরমাণ। বিশেষ করে পত্রিকাটির গেটআপ, বিষয়বস্তু নির্বাচন, অলংকরণ ইত্যাদি বিষয়ে এই পত্রিকাটি আলাদা বৈশিষ্ট্য বজায় রাখতে সমর্থ হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পত্র-পত্রিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দৈনিকটিতে দেশের বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো নিয়েও লেখা প্রকাশিত হয়ে থাকে। তবে এখন পর্যন্ত ‘হলুদ সাংবাদিকতা’ থেকে এই পত্রিকাটি দূরে রয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। পত্রিকাটির বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতা নিয়েও কোন মহল থেকে কোন প্রশ্ন উত্থাপিত হয়নি বলে মনে করি। সুনামগঞ্জ জেলার মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পত্রিকাটি অত্যন্ত সোচ্চার। এতে মানুষের হৃদয়ে এই দৈনিকটি একটি বিশেষ স্থান অধিকার করেছে। এটা স্বাভাবিক এলাকার মানুষে স্বার্থ, সুখ-দুঃখের কথা বললে পত্রিকাটির ভাবমূর্তি বাড়বে এবং পত্রিকাটির প্রতি মানুষের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে। সুনামগঞ্জের মত প্রত্যন্ত একটি জেলা শহর থেকে নিয়মিত পত্রিকা প্রকাশ করা দুরূহ ব্যাপার। কারণ এখানে পত্রিকার প্রাণশক্তি বিজ্ঞাপনের অভাব। যা পত্রিকার আয়ের প্রধান উৎস। তবুও অনেক প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং মানুষের বিশ্বাস অর্জন করেছে। সেই সাথে দৈনিকটির প্রকাশক ও সম্পাদক জনাব বিজন সেন রায়কে অভিনন্দন জানাই। তিনি অত্যন্ত নিবেদিতপ্রাণ সংবাদকর্মী। দৈনিকটির জন্মলগ্ন থেকেই তিনি এর সাথে যুক্ত। তিনি এই প্রতিষ্ঠানটির প্রাণশক্তি। তাঁর একনিষ্ঠ পরিশ্রম, আন্তরিকতা, দক্ষতা ও সততার কারণেই দৈনিকটি তার স্বাভাবিক পথ পরিক্রমণ করছে। পরিশেষে আমি দৈনিক সুনামকণ্ঠের সভাপতিমন্ডলীর সভাপতি জনাব মো. জিয়াউল হক এবং সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের শুভকামনা করি। দৈনিক সুনামকণ্ঠ দীর্ঘজীবী হোক। পত্রিকাটির ভবিষ্যৎ আরো সমৃদ্ধ ও উজ্জ্বল হোক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গাছ কাটার জরিমানা লাখ টাকা, পেরেক মারলে ২০ হাজার

গাছ কাটার জরিমানা লাখ টাকা, পেরেক মারলে ২০ হাজার