শুভ হোক সুনামকণ্ঠের পথযাত্রা, আদিল আরমান
- আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৯:১৯:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৯:১৯:৪৮ পূর্বাহ্ন
আজ ১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দৈনিক সুনামকণ্ঠের জন্মদিন। ২০১৫ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি সুনামকণ্ঠ দৈনিক হিসেবে নবযাত্রা শুরু করেছিল। আজ দৈনিক সুনামকণ্ঠ ১২ বছরে পদার্পণ করেছে। সুনামকণ্ঠ পূর্বে (২০০১ খ্রিস্টাব্দ থেকে ২০১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত) সাপ্তাহিক ছিল, সবমিলিয়ে সুনামকণ্ঠের ২৫ বছর অতিক্রম করে ২৬ বছরে পদার্পণ। বর্তমানে সুনামগঞ্জ জেলাজুড়ে দৈনিক সুনামকণ্ঠ জনপ্রিয় একটি পত্রিকা।
সুনামকণ্ঠ’র সাপ্তাহিক থেকে দৈনিকে রূপান্তরের পেছনে যার সর্বোচ্চ অবদান তিনি হলেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকমন্ডলীর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক। তিনি পত্রিকাটির হাল ধরে রেখেছেন পরম আন্তরিকতায়। তাছাড়া সুনামকণ্ঠ’র স্বপ্নদ্রষ্টা সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় তো আছেনই। তিনি ২০০১ খ্রিস্টাব্দ থেকেই সুদক্ষতার সাথে সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদনা ও প্রকাশনা করে যাচ্ছেন। প্রকাশনার ক্ষেত্রে বহু সমস্যার সাথে মোকাবিলা করেছেন, এমনকি এক সময় সুনামগঞ্জের মূল শহরে তাঁর অতি মূল্যবান জায়গা বিক্রয় করে দিয়েছেন। তিনি বুকে ধারণ করেছেন- পত্রিকার প্রকাশনা অবশ্যই অব্যাহত রাখতে হবে। তিনি পেরেছেন বহু সমস্যা ও অগণিত বাধা অতিক্রম করে পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখতে। শ্রদ্ধেয় বিজন সেন রায়-কে জানাই সাধুবাদ। তার দীর্ঘ পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে আজ পর্যন্ত সুনামকণ্ঠ সুনামগঞ্জের বুকে টিকে রয়েছে।
সুনামগঞ্জবাসীর বহু প্রত্যাশা সুনামকণ্ঠকে ঘিরে। আমরা বিশ্বাস করি, সুনামকণ্ঠ অতীতের মতো আগামীতেও তার প্রকাশনা অব্যাহত রাখবে এবং সুনামগঞ্জের মাটি ও মানুষের পক্ষে কাজ করে যাবে। দৈনিক সুনামকণ্ঠ’র ১২ বছরে পদার্পণের শুভক্ষণে পত্রিকাটির সাংবাদিক, কলামিস্ট ও পাঠক সমাজকে আন্তরিক শুভেচ্ছা। শুভ হোক সুনামকণ্ঠের পথযাত্রা।
[লেখক : সদস্য, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ]
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক