সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬ , ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ গাছ কাটার জরিমানা লাখ টাকা, পেরেক মারলে ২০ হাজার বিদেশ-ফেরত নারী ও শিশু অভিবাসীর অধিকার বিষয়ে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত ভোটাররা জানে না ‘গণভোট’ কি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : নাছির চৌধুরী ফসলরক্ষা বাঁধের কাজে ধীরগতি, ৩০০ প্রকল্পে এখনও শুরু হয়নি কাজ ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক পুত্রের মুক্তি দাবিতে পিতার সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষকদলের আবেদন বাঁধের কাজে বিলম্বে উদ্বেগ, আন্দোলনের হুঁশিয়ারি জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গ্রিনল্যান্ড আমাদের লাগবেই : ট্রাম্প সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম ভূমিকম্পে কাঁপলো সিলেট প্রার্থীদের হলফনামায় দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান নিরাপদ সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন শান্তিগঞ্জে উদ্বোধনেই সীমাবদ্ধ ফসলরক্ষা বাঁধের কাজ লাফার্জ হোলসিম কোম্পানির শব্দদূষণ কনভেয়ার বেল্টের শব্দে অতিষ্ঠ ১০ গ্রামের মানুষ

সত্যানুসন্ধানে সুনামকণ্ঠ: প্রভাষক দুলাল মিয়া

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৯:১৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৯:১৫:৫৭ পূর্বাহ্ন
সত্যানুসন্ধানে সুনামকণ্ঠ: প্রভাষক দুলাল মিয়া
সত্য চিরন্তন। সত্যের শক্তি অপরিসীম। সত্য কখনো নিঃশেষ হয় না। সত্য কখনো উচ্চকণ্ঠে কথা বলে, কখনো নীরবে। আর সেই নিরবচ্ছিন্ন পথচলার সঙ্গী হয়ে যে কাগজটি বছরের পর বছর জনমানুষের কণ্ঠস্বর ধারণ করে চলেছে, তা হলো দৈনিক সুনামকণ্ঠ। পত্রিকাটির ১২ বছরে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে ফিরে তাকালে স্পষ্ট হয় যে,এই পত্রিকাটি কেবল সংবাদ পরিবেশন করেনি; বরং সত্যানুসন্ধানের এক দায়বদ্ধ যাত্রায় নিজেকে অবিরত নিয়োজিত রেখেছে। ১৩ জুলাই ২০০১ সাল থেকে ‘সাপ্তাহিক সুনামকণ্ঠ’ নামে পত্রিকাটির পথ চলা শুরু হয়েছিল। দীর্ঘ প্রায় ১৫ বছর নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ফলে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়। পাঠকপ্রিয়তায় শীর্ষে থাকা সাপ্তাহিক সুনামকণ্ঠ ১ জানুয়ারি ২০১৫ সালে মানুষের ভালোবাসা নিয়ে দৈনিক সুনামকণ্ঠ হিসেবে যাত্রা শুরু করে। নিষ্ঠাবান ও বিচক্ষণ স¤পাদক বিজন সেন রায়ের দক্ষ স¤পাদনায় পত্রিকাটি হয়ে ওঠে মানুষের আস্থার ঠিকানা। পত্রিকাটির সূচনালগ্ন থেকেই কিছু মানবিক ও সৃজনশীল তরুণ-তরুীদের নিয়ে গড়ে ওঠে ‘সুনামকণ্ঠ পাঠক ফোরাম’। শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও সৃজনশীল কাজকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওই পাঠক ফোরাম। বিশেষ করে সুনামগঞ্জের নারীদের উচ্চশিক্ষার একমাত্র বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজকে ¯œাতক স্তরে উন্নীত করার জন্য সুনামগঞ্জের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতনমহলকে সাথে নিয়ে ‘সুনামকণ্ঠ পাঠক ফোরাম’ সামাজিক আন্দোলন গড়ে তোলে। তাঁদের দাবির প্রেক্ষিতে তৎকালীন সরকার সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজকে ¯œাতক স্তরে উন্নীত করে হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার নারীদের উচ্চশিক্ষার পথ সুগম করেন। এছাড়াও সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশনাসহ বিভিন্ন সৃজনশীল ও মানবিক কাজকর্ম পরিচালনা করে মানুষের নজরকাড়ে সুনামকণ্ঠ পাঠক ফোরাম। সংগঠনটি মুক্তবুদ্ধির বিকাশ, প্রগতিশীল চিন্তা ও নিয়মিত পাঠ্যাভাস তৈরিতে নিরলসভাবে কাজ করে। সুনামকণ্ঠের আরেক সৃষ্টি ‘সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ’। পত্রিকাটি শুরু থেকেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতা বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। তারই ংশ হিসেবে একঝাঁক নবীন ও প্রবীণ সাহিত্য অনুরাগী নিয়ে ২০০১ সালে গঠন করা হয় ‘সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ’। এ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ‘ভাস্কর’ স¤পাদক কবি পুলিন রায়। সাপ্তাহিক সুনামকণ্ঠ পত্রিকায় কবি পুলিন রায়ের স¤পাদনায় নিয়মিত ‘কণ্ঠসাহিত্য’ প্রকাশনা শুরু হয়। কবি পুলিন রায় অক্টোবর ২০১০ পর্যন্ত প্রায় ১০বছর ওই পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। তখন কণ্ঠসাহিত্য পাতায় নিয়মিত লেখতেন ও পত্রিকা অফিসে অনুষ্ঠিত সাহিত্য আলোচনায় যাঁরা অংশ নিতেন, তাঁদের মধ্যে অন্যতম অধ্যাপক সীতেশ রঞ্জন আচার্য্য, অধ্যাপক এসএম ইলিয়াস, শিক্ষক আব্দু মিয়া, শিক্ষক মু. আব্দুর রহিম, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. আবু আলী সাজ্জাদ হোসাইন, অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, অ্যাড. স্বপন কুমার দেব, কবি ও লেখক তোবারক আলী, কবি কোহিনূর বেগম প্রমুখ। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের কার্যক্রম এখনো স্বমহিমায় পরিচালিত হচ্ছে। কবি পুলিন রায়ের পরেই সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি হিসেবে প্রভাষক দুলাল মিয়া ও সাধারণ স¤পাদক হিসেবে শিক্ষক অনুপ তালুকদার দায়িত্ব পালন করে আসছেন। ওই পরিষদের এখন একটি মজবুত সাংগঠনিক কাঠামো রয়েছে। কার্যক্রমে এনেছে অনেক বৈচিত্রতা। কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদ মিলে ওই সংগঠনের প্রায় অর্ধশতাধিক সাহিত্য অনুরাগী সক্রিয় সদস্য রয়েছেন। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উদ্যোগে সুনামকণ্ঠ কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সাহিত্যিক ও গুণীজনদের জীবন ও কর্ম নিয়ে নিয়মিত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয। গুণীজনকে প্রদান করা হয় সম্মাননা। সুনামগঞ্জের খ্যাতিমান ও বরেণ্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। নবীন-প্রবীণ লেখকদের লেখা নিয়ে নিয়মিত প্রতি সপ্তাহে প্রকাশিত হয় সাহিত্যপাতা ‘কণ্ঠসাহিত্য’। দৈনিক সুনামকণ্ঠ-এ যাঁরা নিয়মিত লেখেন ও আলোচনায় অংশ নেন তাঁদের মধ্যে অন্যতম শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, প্রফেসর রজত কান্তি সোম মানস, সহযোগী অধ্যাপক জাকির হোসেন, কবি ও লেখক সুখেন্দু সেন, কবি কুমার সৌরভ, কবি ইকবাল কাগজী, কবি দেওয়ান নাসের রাজা, কবি পুলিন রায়, লেখক ও গবেষক এনামুল কবির, ছড়াকার ইয়াকুব বখত বাহলুল, কবি সাজাউর রহমান, আহমেদ নূর আলবাব, সুবল বিশ্বাস, শাহ মো. কামরুজ্জামান, হাবিবুল্লাহ আছকির তালুকদার, সার্জেন্ট অব. জিয়াউর রহমান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, মো. আলমগীর শাহ, আকিকুর রহমান, তালুকদার শ¤পা শিমু, লাকি বিশ্বাস, বিকাশ চন্দ, আদিল আরমান প্রমুখ। মানবিক মূল্যবোধ স¤পন্ন আলোকিত সমাজ গঠনে নিরলস কাজ করে যাচ্ছে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ। দৈনিক সুনামকণ্ঠ কেবল সংবাদ ছাপে না; পত্রিকাটি ছাপে মানুষের দুঃখ, স্বপ্ন, সংগ্রাম ও সম্ভাবনার কথা। হাওরের ঢেউয়ের মতোই এর কলম কখনো শান্ত, কখনো উত্তাল; কিন্তু কখনোই সত্য থেকে বিচ্যুত নয়। প্রতিটি সংখ্যায় ফুটে ওঠে কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণি পেশার মানুষের দুঃসহ কষ্ট, আশা-হতাশা আর সমাজ বদলের আকাক্সক্ষা। দৈনিক সুনামকণ্ঠে’র সবচেয়ে বড় অর্জন পাঠকের আস্থা। সেই আস্থা সত্য-নিষ্ঠায় কাজ করার মাধ্যমে গড়ে ওঠেছে। এর জন্য দিনের পর দিন অনেক ঝড়-ঝঞ্ঝা, চাপ ও প্রলোভন অতিক্রম করতে হয়েছে। সংবরণ করতে হয়েছে লোভ। নৈতিকতা ও পেশাদারিত্বকে সামনে রেখেই এগিয়ে চলতে হয়েছে। সত্য প্রকাশের পথে হাঁটতে গিয়ে কখনো কঠিন সময় এসেছে, তবু এই পত্রিকা নতিস্বীকার করেনি; কারণ তার শক্তি ছিল নৈতিকতায় আর সাহস ছিল পাঠকের ভালোবাসায়। পাঠকের আস্থা অর্জনই যে একটি সংবাদপত্রের সবচেয়ে বড় সাফল্য- এই সত্যটি দৈনিক সুনামকণ্ঠ তার প্রতিটি সংখ্যার মধ্য দিয়ে প্রমাণ করেছে। একটি আঞ্চলিক দৈনিক পত্রিকার দায়িত্ব শুধু খবর প্রকাশেই সীমাবদ্ধ নয়; বরং এলাকার সুখ-দুঃখ, আশা-আকাক্সক্ষা, যাপিত জীবনের সবকিছুর সঠিক প্রতিফলন ঘটানোই তার মূল ব্রত। দৈনিক সুনামকণ্ঠ সেই ব্রতকে ধারণ করেই সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা এবং মত প্রকাশে সাহসিকতার পরিচয় দিয়েছে। ক্ষমতার চোখরাঙানি কিংবা চাপের মুখেও সত্য প্রকাশে আপসহীন থাকাটাই সুনামকণ্ঠের শক্তি ও স্বাতন্ত্র্য। সুনামকণ্ঠের নির্বাহী স¤পাদক শাহার উদ্দিন ভাইসহ যে সকল সহযোদ্ধা দুনিয়ার সফর শেষ করে পরলোক গমন করেছেন, বর্ষপূর্তির এই দিনে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই দিনে অজ¯্র শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছি সেইসব নিষ্ঠাবান সাংবাদিক, কলাকুশলী ও কর্মীদের - যাঁদের নির্ঘুম রাত, অক্লান্ত পরিশ্রম আর বিবেকের দায়বদ্ধতায় সুনামকণ্ঠ আজ সত্যানুসন্ধানের এক দীপ্ত নাম। এক যুগ পদার্পণের এই শুভক্ষণে বিশেষ কৃতজ্ঞতা জানাতে হয় দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদকম-লীর সভাপতি মো. জিয়াউল হক ভাই এবং স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায় দাদাকে, যাঁদের সম্মিলিত প্রচেষ্টায় দৈনিক সুনামকণ্ঠ আজ সত্যানুসন্ধানের এক নির্ভরযোগ্য ঠিকানা। একই সঙ্গে অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই পাঠকদের- যাঁদের বিশ্বাস ও ভালোবাসা এই পত্রিকার সবচেয়ে বড় পাথেয়। সত্য, মানবতা ও ন্যায়ের পক্ষে আগামীতেও অবিচল থাকবে দৈনিক সুনামকণ্ঠ - এই প্রত্যাশা ও বিশ্বাস নিয়েই সবাইকে বর্ষপূর্তির শুভেচ্ছা। শুভ হোক সুনামকণ্ঠের সত্যানুসন্ধানী পথচলা। [লেখক : কলেজ শিক্ষক ও সভাপতি, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ]

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গাছ কাটার জরিমানা লাখ টাকা, পেরেক মারলে ২০ হাজার

গাছ কাটার জরিমানা লাখ টাকা, পেরেক মারলে ২০ হাজার