বিশ্বম্ভরপুরের ইউএনও’র ফোন নম্বর ক্লোন, সতর্ক থাকার আহ্বান
- আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:৪৯:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৮:৪৯:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল ফোন নম্বর ক্লোন করেছে প্রতারক চক্র। শুধু তাই নয় বিভিন্ন জনকে ফোন দিয়ে টাকা চাইছে চক্রটি। এমন অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন খান সবাইকে এ বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে ফোন নাম্বারটি ক্লোন করা হয়।
ওইদিন সন্ধ্যায় ফেসবুকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বম্ভরপুর আইডি থেকে সতর্ক থাকার আহবান জানান এবং কেউ ফোন দিয়ে টাকা চাইলে টাকা না দেয়ার জন্য পরামর্শ দেন।
এ বিষয়ে ইউএনও মো. আব্দুল মতিন খান জানান, এই বিষয়টি আমাকে অনেকেই জানান। এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ