সুনামগঞ্জ , বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ , ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া পুত্রের মুক্তি দাবিতে পিতার সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষকদলের আবেদন বাঁধের কাজে বিলম্বে উদ্বেগ, আন্দোলনের হুঁশিয়ারি জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গ্রিনল্যান্ড আমাদের লাগবেই : ট্রাম্প সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম ভূমিকম্পে কাঁপলো সিলেট প্রার্থীদের হলফনামায় দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান নিরাপদ সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন শান্তিগঞ্জে উদ্বোধনেই সীমাবদ্ধ ফসলরক্ষা বাঁধের কাজ লাফার্জ হোলসিম কোম্পানির শব্দদূষণ কনভেয়ার বেল্টের শব্দে অতিষ্ঠ ১০ গ্রামের মানুষ লঞ্চঘাটে দখলমুক্ত সরকারি ভূমি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা জামালগঞ্জে ডেভিল হান্ট (ফেইজ-২) অভিযানে গ্রেফতার ২ শাল্লায় ১২৪টি প্রকল্পে কোনো অগ্রগতি নেই সরকারি সার বিক্রি হচ্ছে কালোবাজারে নিয়ম রক্ষার উদ্বোধন, ২০ দিনেও শুরু হয়নি কাজ শান্তিগঞ্জে ‘হাওর বাঁচাও আন্দোলন’ উপজেলা কমিটির অভিষেক সাংবাদিকতায় চার দশক পূর্তিতে আকরাম উদ্দিনকে সংবর্ধনা

এক যুগে সুনামকণ্ঠ, অন্ধকারের বিরুদ্ধে নিরন্তর: বিজন সেন রায়

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:১৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৯:৪২:৩৩ পূর্বাহ্ন
এক যুগে সুনামকণ্ঠ, অন্ধকারের বিরুদ্ধে নিরন্তর: বিজন সেন রায়
বিজন সেন রায়::
আজ দৈনিক সুনামকণ্ঠ এক যুগে পদার্পণ করলো। এই এক যুগ কেবল সময়ের হিসাব নয় - এ এক দীর্ঘ লড়াই, নিরবচ্ছিন্ন সাধনা ও সত্যের পক্ষে অবিচল থাকার সাহসী ইতিহাস। অনুভবের গভীরতায় এই মুহূর্ত আমাদের গর্বিত করে, আবার নতুন করে দায়িত্বশীলও করে তোলে। সুনামকণ্ঠের জন্ম ২০০১ সালে, সুনামগঞ্জের মানুষের কথা বলার প্রত্যয়ে একটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে। সীমিত সামর্থ্য, সীমাহীন স্বপ্ন আর মানুষের ওপর অগাধ বিশ্বাস নিয়েই শুরু হয়েছিল যাত্রা। সময়ের সঙ্গে সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। দীর্ঘ পথচলার অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস নিয়ে ২০১৫ সালে সুনামকণ্ঠ দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। এই সাহসী রূপান্তরের পেছনে যাঁর দূরদৃষ্টি, নেতৃত্ব ও দৃঢ়তা ছিল- তিনি পত্রিকাটির স¤পাদকম-লীর সভাপতি মো. জিয়াউল হক। তাঁর হাত ধরেই সুনামকণ্ঠ নতুন বাস্তবতায় পা রাখে, আরও বিস্তৃতভাবে মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে। এই পথচলা কখনোই সহজ ছিল না। ছিল প্রতিকূলতা, ছিল ভয়, ছিল চাপ। অনেক সময় মনে হয়েছে- পথ বুঝি এখানেই থেমে যাবে। কিন্তু সুনামকণ্ঠ দমে থাকেনি। মাথা নত করেনি। কারণ আমরা বিশ্বাস করেছি- সত্য বলার দায় কোনো পরিস্থিতির কাছে বন্দি হতে পারে না। সুনামগঞ্জবাসীর সুখ-দুঃখ, বঞ্চনা ও প্রতিবাদের ভাষা হয়ে সুনামকণ্ঠ সবসময় সত্য প্রকাশে দ্বিধাহীন থেকেছে। সুনামকণ্ঠ কখনো আপস করেনি সত্যের প্রশ্নে। সুনামগঞ্জবাসীর কণ্ঠস্বর হয়ে অন্যায়, দুর্নীতি, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে কলম ধরেছে নির্ভীকভাবে। ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখিয়েছে- কারণ আমরা বিশ্বাস করি, সংবাদপত্রের প্রথম ও প্রধান দায় জনতার প্রতি। আজকের বাংলাদেশ এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মবতন্ত্রের ভয়াল থাবা ক্রমেই বিস্তৃত হচ্ছে। এই উগ্রতার আগুনে পুড়ছে গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠন, ভিন্নমতাবলম্বী মানুষ - এমনকি নিরীহ, নিরপরাধ নাগরিকও। যুক্তি ও সহনশীলতার জায়গা সংকুচিত হয়ে আসছে। চারপাশে যেন অন্ধকারের ঘনত্ব বাড়ছে। তবে আমরা জানি, এই দেশ নতুন করে অন্ধকারে পড়েনি। ইতিহাসে বারবার অন্ধকার এসেছে, আবার সেই অন্ধকার ভেদ করেই আলো জ্বলে উঠেছে। সুনামকণ্ঠ সেই আলোর পক্ষেই থেকেছে সবসময়। ভয়কে জয় করে, চাপকে অগ্রাহ্য করে, আমরা বিশ্বাস করেছি কলমের শক্তিতে। আমরা বিশ্বাস করি- ঘোর অন্ধকার যত গভীরই হোক, আলো আসবেই। এই বিশ্বাসই আমাদের শক্তি, এই বিশ্বাসই আমাদের পথচলার প্রেরণা। সুনামকণ্ঠ এক যুগে পদাপর্ণ করলো। কিন্তু পথ শেষ হয়নি। বরং নতুন করে শুরু হলো আরেকটি অধ্যায়- আরও বেশি দায়বদ্ধ, আরও বেশি মানবিক, আরও বেশি সত্যনিষ্ঠ হয়ে মানুষের পাশে থাকার শপথ নিয়ে। আগামী দিনগুলোতেও সুনামকণ্ঠ সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে অবিচল থাকবে- এই অঙ্গীকার করছি। এক যুগের এই গৌরবময় ক্ষণে সুনামকণ্ঠের অগণিত পাঠক, লেখক, সংবাদকর্মী, শুভানুধ্যায়ী, হকার, এজেন্ট, বিজ্ঞাপনদাতা সকলের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স