হাওরের মানুষের কাছে বারবার ছুটে এসেছিলেন বেগম খালেদা জিয়া
- আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:১২:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১০:১২:৪১ পূর্বাহ্ন
মোসাইদ রাহাত ::
বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাওরঅধ্যুষিত সুনামগঞ্জের মানুষের কাছে এসেছিলেন অনেকবার। ১৯৮৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া সুনামগঞ্জে গিয়েছেন ৭ বার, চষে বেড়িয়েছেন হাওরের বিভিন্ন উপজেলা, রাজনৈতিক সফর থেকে শুরু করে ২০০৪ সালের ভয়াবহ বন্যায়ও ছুটে এসেছিলেন হাওরবাসীর পাশে।
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম সুনামগঞ্জ সফরে আসেন ১৯৮৭ সালের ২৪ অক্টোবর। সেদিন রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে। হাওরের মানুষ দিয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা, কথা দিয়ে গিয়েছিলেন এ জনপদে আসবেন অনেকবার।
কথা রেখেছিলেন বেগম খালেদা জিয়া। তার ৩ বছর পরই ১৯৯০ দিকে গিয়েছিলেন ছাতক ও ধর্মপাশা উপজেলায় আসেন। ১৯৯২ সালে গিয়েছিলেন তাহিরপুর উপজেলায়। তার একবছর পর ১৯৯৩ সালে এসেছিলেন সুনামগঞ্জ পৌর শহরে। তারপর ২০০১ সালে আবারও আসেন সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলায়।
এছাড়া ২০০৪ সালে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছিল সেই সময়ও সুনামগঞ্জ সদর উপজেলায় গিয়েছিলেন। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে দিয়েছিলেন ত্রাণ। সেই সময় তিনি বলেছিলেন- হাওরের মানুষ না খেয়ে মারা যাবে না, আমি খালেদা জিয়া আপনাদের পাশে থাকবো সব সময়।
তারপর ২০০৫ সালে বেগম খালেদা আসেন ছাতক উপজেলায়। সেই সময় লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় সেতুর উদ্বোধন করেন তিনি।
সুনামগঞ্জে তাঁর শেষ সফরে ছিল ২০০৬ সালে, ধর্মপাশায়। তারপর রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় আর আসতে পারেননি। তবে নেতাকর্মীদের কাছ থেকে হাওরজেলা সুনামগঞ্জের খোঁজ-খবর রেখেছেন সব সময়।
বেগম খালেদা জিয়ার প্রথম সফরের জনসভায় সঞ্চালনার দায়িত্বে থাকা সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুনামগঞ্জের হাওরের মানুষের কাছে এসেছেন। আজকের সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তার হাত ধরেই। আব্দুজ জহুর সেতু হওয়ায় সুনামগঞ্জ সদরের ৫টি উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি। আজকে সবাই সেই সুবিধা পাচ্ছেন। তাছাড়া ছাতকের সেতু সুনামগঞ্জের অর্থনৈতিক পরিবর্তনে বিরাট ভূমিকা রাখছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুনামগঞ্জের মানুষকে ভালোবাসতেন। সব সময় দলীয় এমপি, নেতাকর্মীদের কাছ থেকে সুনামগঞ্জের খবর রেখেছেন। তিনি আল্লাহ’র ডাকে সাড়া দিয়ে আমাদের সবাইকে ছেড়ে গিয়েছেন ঠিকই, তবে হাওরের মানুষ তাঁকে স্মরণ রাখবে আজীবন।
লেখক: গনমাধ্যমকর্মী
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক